× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা /মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ মালয়েশিয়ার

দেশ বিদেশ

মানবজমিন ডেস্ক
১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার

মালয়েশিয়াকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করায় মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন নাগরিকদের বিশ্বের অন্য দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে নানা সতর্কতা জানাতে প্রতি বছর এ নির্দেশনা জারি করে দেশটির সরকার। এতে মালয়েশিয়ায় মার্কিন নাগরিকদের অপহরণ ও জিম্মির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে বলে সাবধান করা হয়েছে। এর প্রতিবাদ জানাতেই মালয়েশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কামালা শিরিন লাখদিরকে তলব করা হয়। তিনি মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মহাসচিব রাজা নুশিরওয়ান জয়নাল আবেদিনের সঙ্গে বৈঠক করেন।  এ সময় মার্কিন দূতের হাতে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র তুলে দেয়া হয়।
প্রতিবাদপত্রে বলা হয়, মালয়েশিয়া সমপর্কে যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্ত এখানকার সত্যিকার অবস্থাকে তুলে ধরে না। বিশেষ করে পূর্ব সাবাহ প্রদেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতির বিষয়টি উল্লেখ করা হয় ওই পত্রে। বৈঠক শেষে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে। এতে মার্কিন রাষ্ট্রদূত এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যাখ্যা দিয়েছেন বলে জানানো হয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, সামগ্রিকভাবে মালয়েশিয়া প্রথম ক্যাটাগরিতেই রয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র মালয়েশিয়াকে নিরাপদ রাষ্ট্র হিসেবেই বিবেচনা করে। তবে সাবাহ প্রদেশের পূর্বাঞ্চল অপহরণ ও জিম্মির ঝুঁকিতে থাকায় আলাদাভাবে একে বিপজ্জনক ক্যাটাগরিতে ফেলা হয়েছে।
গত বছর মালয়েশিয়ায় মোট ২ লাখ ৫৩ হাজার মার্কিন নাগরিক ভ্রমণ করেছেন। এটি তার পূর্বের বছরের তুলনায় ২৮ শতাংশ বেশি। অর্থাৎ দেশটিতে মার্কিনিদের ভ্রমণের পরিমাণ বাড়ছে। মালয়েশিয়া সরকার যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে কোনো ধরনের অঘটন যাতে না ঘটে সে বিষয়ে তারা সজাগ দৃষ্টি রাখছে। ইতিমধ্যে সাবাহ প্রদেশের পূর্বাঞ্চলীয় এলাকার স্থিতিশীলতা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া।  ফলে উল্লেখযোগ্য হারে অপহরণ ও জিম্মির ঘটনা কমে এসেছে সেখানে।
উল্লেখ্য, মার্কিন নাগরিকদের জন্য বিপজ্জনক ক্যাটাগরিতে রয়েছে বাংলাদেশ, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান, ইরান ও ভেনিজুয়েলার মতো বেশ কয়েকটি রাষ্ট্র।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর