× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

হলোটা কী পিএসজি’র!

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার

ফরাসি লীগ ওয়ানের শিরোপা নিশ্চিত করতে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) প্রয়োজন মাত্র ১ পয়েন্ট। কিন্তু এমন সমীকরণ সামনে রেখে টানা দ্বিতীয় হার দেখলো প্যারিস জায়ান্টরা। বুধবার নঁতের বিপক্ষে ৩-২ গোলে হার দেখে পিএসজি। নঁতের মাঠে ড্র পেলেই ৬ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত হতো পিএসজির। শিরোপা নিশ্চিত করার পথে টানা তিন ম্যাচে জয়হীন প্যারিসের দলটি। আগের দুই ম্যাচে স্ট্রাসবুর্গের সঙ্গে ২-২ গোলে ড্র আর লিঁলের বিপক্ষে ৫-১ গোলে হার দেখে পিএসজি। শিষ্যদের এমন পারফর্মেন্সে চটেছেন পিএসজি কোচ টমাস টুকেল, ‘আমরা হারতে পারি, ভুল করতে পারি। কিন্তু আমরা সবসময় খেলোয়াড়দের সমর্থক করি।
যাতে তারা ভালোভাবে খেলতে পারে। আমি সবসময় খেলোয়াড়দের পক্ষে কথা বলি কিন্তু আজ এটা সম্ভব না।’
বুধবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৯তম মিনিটে দানি আলভেসের গোলে এগিয়ে যায় পিএসজি। নিজ মাঠে সমতায় ফিরতে দেরি করেনি নঁত।  তিন মিনিট পরই ডিয়েগো কার্লোসের  গোল সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচের ৪৪তম মিনিটে দলকে এগিয়ে নেন নঁতের ঘানাইয়ান স্ট্রাইকার আবদুল মাজিদ ওয়ারিস। বিরতির পর আবারো কার্লোসের গোলে ব্যবধান ৩-১ করে নঁত। খেলার শেষ মিনিটে মেতেহান গুকলুর গোলে ব্যবধান কমায় পিএসজি। অভিষেক ম্যাচেই গোল পেলেন তুর্কি এই ফরোয়ার্ড। ৩২ ম্যাচে পিএসজির সংগ্রহ ৮১ পয়েন্ট। আসরে ১৭ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিল। আগামী রোববার মোনাকোর বিপক্ষে মাঠে নামবে পিএসজি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর