× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

টানা দ্বিতীয় সেমিফাইনালে লিভারপুল

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার

চ্যাম্পিয়ন্স লীগের টানা দুই আসরে সেমিফাইনালের কৃতিত্ব দেখালো লিভারপুল। গত ১০ বছরে এমন নজির ছিল না ইংলিশ কোনো ক্লাবের। বুধবার পর্তুগালের স্তাদিও দো দ্রাগাও মাঠে ফিরতি লেগে এফসি পোর্তোকে ৪-১ গোলে হারায় লিভারপুল। সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হবে অলরেডরা। এর আগে চ্যাম্পিয়ন্স লীগে ২০০৬-০৭ থেকে ২০০৮-০৯ মৌসুমে টানা তিনবার সেমিফাইনালে খেলার কৃতিত্ব দেখায় ইংলিশ দল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটড। চলতি চ্যাম্পিয়ন্স লীগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের অ্যানফিল্ড ভেন্যুতে ২-০ গোলে জয় পায় গতবারের ফাইনালিস্ট লিভারপুল। আর এ নিয়ে ষষ্ঠবারের মতো ইংলিশ ক্লাবের বিপক্ষে হেরে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে ছিটকে গেলো পর্তুগিজ দল পোর্তো। ইউরোপিয়ান প্রতিযোগিতায় পোর্তোর মাঠে চার ম্যাচেই অপরাজিত লিভারপুল (২ জয়, ২ ড্র)।
বুধবার ম্যাচের ২৬তম  মিনিটে মোহাম্মদ সালাহর পাস থেকে গোল করেন সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে। রেফারি প্রথমে অফসাইডের বাঁশি বাজালেও পরে ভিএআরের সাহায্যে গোলের সিদ্ধান্ত দেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ গোল পেলেন মানে। ম্যাচের ৬৫তম মিনিটে গোল পান সালাহ। চলতি আসরে এটি সালাহর চতুর্থ গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ গোল পেলেন এই মিশরীয় ফরোয়ার্ড। ম্যাচের ৬৮তম মিনিটে গোল নিয়ে ব্যবধান কমায় পোর্তো। ৭৭তম মিনিটে লিভারপুলের স্কোরলাইন ৩-১ করেন রবার্তো ফিরমিনো। চ্যাম্পিয়ন্স লীগে লিভারপুলের জার্সিতে দ্বিতীয় সর্বাধিক ১৪ গোল পেলেন ফিরমিনো, সালাহ ও মানে। সর্বাধিক ২২ গোল রয়েছে সাবেক ইংলিশ মিডফিল্ডার স্টিভেন জেরার্ডের। ৮৪তম মিনিটে লিভারপুলের চতুর্থ গোল পান ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের বিপক্ষে মোট ১০টি শট নেন পোর্তোর মালিয়ান ফরোয়ার্ড মুসা মারেগা। চলতি আসরে ৬ গোল পেয়েছেন তিনি। গত আসরে শেষ ষোলোর লড়াইয়ে মানে, সালাহ ও ফিরমিনোর গোলে লিভারপুলের বিপক্ষে ৫-০ ব্যবধানে হেরেই বিদায় নিয়েছিল পোর্তো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর