× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মোবাইল ফোন শিল্প বিকাশে চার প্রস্তাব

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৯ এপ্রিল ২০১৯, শুক্রবার

দেশের ঊদীয়মান মোবাইল ফোন শিল্প সুষ্ঠুভাবে বিকাশের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে চারটি প্রস্তাব করেছে বাংলাদেশ মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিএমপিএমএ)। বুধবার এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে তারা এ প্রস্তাব করেন। বিএমপিএমএ’র সভাপতি রুহুল আলম আল মাহবুব জানান, চার শর্তের সবগুলো মূলত এসআরও নং ২০৬-আইন/২০১৮/৮০৯-মূসক এর শর্তসমূহ সংশোধনী সম্পর্কিত। তিনি বলেন, এনবিআর চেয়ারম্যান মোবাইল শিল্পের বিকাশে বিএমপিএমএ’র প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনার আশ্বাস দেন। চেয়ারম্যান বলেন, যারা এসেম্বলি থেকে ম্যানুফ্যাকচারিং এর দিকে অগ্রসর হবে তাদের মূসক কমিয়ে দেয়া হবে। এসময় তিনি আন্ডার-ইনভয়েসিং বন্ধ করার জন্য থ্রি-জি,ফোর-জি ইত্যাদি ফোনের বৈশ্বিক নুন্যতম মূল্য নির্দিষ্ট বিরতিতে জাতীয় রাজস্ব বোর্ডকে দেয়ার জন্য বিএমপিএমএ নেতৃবৃন্দকে পরামর্শ দেন। এদিকে সংগঠনের দেয়া প্রথম প্রস্তাবে রয়েছে-চার্জার,ব্যাটারি,হাউজিং ও ক্যাসিং উৎপাদনের সক্ষমতার শর্ত ও সংশ্লিষ্ট মেশিনারি স্থাপনের শর্ত পুন:বিবেচনা করে বিলুপ্ত করা। একইসঙ্গে প্রিন্টেড সার্কিট বোর্ড এসেম্বলি (পিসিবিএ) যথা সারফেস মাউন্ট টেকনোলজি (এসএমটি) স্থাপনের শর্ত সংযোজন করা ও তার প্রয়োজনীয় মেশিনারী স্থাপনের শর্ত যোগ করা।
দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে, শর্ত অনুসারে মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে নুন্যতম ৩০ ভাগ মূল্য সংযোজন করতে হবে। যেহেতু উৎপাদন প্রক্রিয়া উন্নত প্রযুক্তি নির্ভর এবং কম শ্রমঘন সেহেতু এইসব উৎপাদন প্রক্রিয়ায় ২০ ভাগ মুল্য সংযোজন করার শর্ত প্রতিস্থাপনের অনুরোধ করা হচ্ছে। তৃতীয় প্রস্তাবে বলা হয়েছে, শর্ত ৭ অনুসারে মোবাইল সংযোজনকারী শিল্প প্রতিষ্ঠানের রেয়াতি হারে মূসক সুবিধা পাওয়ার ১৫ মাসের মধ্যে এসএমটি লাইন ও তদসংশ্লিষ্ট মেশিনারিজ স্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এ সময়ের মধ্যে এ কাজ করা কঠিন। কারন বাংলাদেশের জন্য মোবাইল উৎপাদন একটি নতুন শিল্প হওয়ায় প্রয়োজনীয় দক্ষ জনবল ও উৎপাদন দক্ষতা গড়ে তোলা সম্ভব হয়ে ওঠেনি। এজন্য ইতিমধ্যে স্থাপিত প্রতিষ্ঠানসমূহের জন্য আগামী ৩১ শে মার্চ ২০২০ পর্যন্ত এসএমটি লাইন স্থাপনের সময়সীমা বর্ধিত করা।  চতুর্থ প্রস্তাবে বলা হয়েছে-শর্ত ৭ এর পর নতুন শর্ত আরোপ করে বিটিআরসির নীতিমালার সঙ্গে সংগতি রেখে প্রত্যেক মোবাইল ফোন উৎপাদনকারীকে মোবাইল ফোন এর প্রান্তিক পর্যায়ের ব্যবহারকারীদের জন্য বিক্রয়োত্তর সেবার মান নিশ্চিত করতে প্রত্যেক বিভাগীয় শহরে একাধিক এবং প্রত্যেক জেলা শহরে ন্যূনতম একটি করে নিজস্ব সার্ভিস সেন্টার স্থাপনের বিধান করা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর