× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

জিততে ভুলে গেছে মোহামেডান

খেলা

স্পোর্টস রিপোর্টার
২০ এপ্রিল ২০১৯, শনিবার

বাংলাদেশ প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচে বিজেএমসিকে হারিয়ে ভালো সূচনা করেছিল মোহামেডান। পরের ১০ ম্যাচের তিনটিতে ড্র করলেও  জয়ের দেখা পায়নি ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। গতকাল আসরের প্রথম পর্বের শেষ ম্যাচেও হেরেছে সাদা-কালো শিবির। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জের কাছে ২-১ গোলে হার দেখে মোহামেডান। এই জয়ে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানেই থাকলো রহমতগঞ্জ। মাত্র ছয় পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে ১১তম স্থানে মোহামেডান।
গতকালও ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে মোহামেডান। ম্যাচের মাত্র চার মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে সিও জোনাপিও’র লং পাসে বল পান রহমতগঞ্জের ফয়সাল আহমেদ। বল পায়ে এগিয়ে যাবার মুহূর্তে তাকে বাধা দিতে ব্যর্থ হন মোহামেডানের দু’ডিফেন্ডার খোকন মিয়া ও আতিকুর।
প্র্রতিপক্ষ গোলকিপার পোস্ট ছেড়ে সামনে এগিয়ে আসায় অরক্ষিত জালে বল জড়িয়ে  দলকে এগিয়ে দেন মিডফিল্ডার ফয়সাল (১-০)। মিনিট সাতেক পর অবশ্য অসাধারণ এক শটে সেই গোল শোধ দেন মোহামেডানের হাবিবুর রহমান সোহাগ। কর্নার থেকে বল পেয়ে বক্সে হেড দেন কিংসলে চিগোজি। রহমতগঞ্জের ডিফেন্ডারের মাথায় লেগে বলের গতিপথ বদলে যায়। বক্সের মাথা থেকে বাঁ পায়ের চমৎকার ভলিতে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার সোহাগ। ৫৬ মিনিটে এগিয়ে যাওযার সুযোগ আসে মোহামেডানের। জটলার মধ্য থেকে ছোট বক্সে বল নিয়ে  এগিয়ে যান মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে। তাকে নিজেদের বক্সে ফাউল করেন রহমতগঞ্জের ড্যামিয়েন চিগোজি। রেফারি ড্যামিয়েনকে হলুদ কার্ড এবং সাদা-কালোদের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু গোলের সহজতম সুযোগটিও হাতছাড়া করে ঐতিহ্যবাহীরা। এনকোচার ডান পায়ের শট বার ঘেঁষে চলে যায় মাঠের বাইরে। ৭৯ মিনিটে ডান প্রান্ত দিয়ে বক্সের সামান্য বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শট নেন সোহেল রানা। পোস্টের খুব কাছে দাঁড়িয়ে থাকা সিও জোনাপিও চমৎকার হেডে মোহামেডানের জালে বল জড়িয়ে দিলে ব্যবধান বাড়ায় রহমতগঞ্জ (২-১)। ১২ ম্যাচে এটি অষ্টম হার মোহামেডানের।
এদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ০-২ গোলে হেরেছে সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে। ম্যাচের ৪৮ মিনিটে দেনিস বলকাশভ গোল করে দলকে এগিয়ে দেন (১-০)। মিনিট চারেক পর ব্যবধান দ্বিগুন করেন জাভেদ খান (২-০)। এই জয়ে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সাইফ। ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে রয়েছে সমান ম্যাচ খেলা মুক্তিযোদ্ধা সংসদ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর