× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বকাপে গেইলদের ‘মেন্টর’ সারওয়ান

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৯, শনিবার

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ‘পরামর্শক’ হিসেবে কাজ করবেন রামনরেশ সারওয়ান। সাবেক ডানহাতি ব্যাটসম্যান সারওয়ান মূলত ক্রিস গেইল-শিমরন হেটমায়ারদের টেকনিক্যাল দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করবেন। ক্যারিবীয় দলের কোচ ফ্লয়েড রেইফার গতকাল বলেন, ‘একটা ম্যাচ কীভাবে ফিনিশিং দিতে হবে, ব্যাটিংয়ে নামলে কীভাবে মনস্থির করতে হবে, ইনিংসের শুরু ও শেষে ব্যাটিং কেমন হবে, আশা করি সারওয়ান ব্যাটসম্যানদের এ বিষয়গুলো আয়ত্ত করতে সহযোগিতা করবে।’
আসন্ন ত্রিদেশীয় সিরিজ সামনে বার্বাডোজে ক্যাম্পে ব্যস্ত উইন্ডিজ দল। পরামর্শক হিসেবে ইতিমধ্যেই ক্যাম্পে যোগ দিয়েছেন ৩৮ বছর বয়সী সারওয়ান। বিশ্বকাপে দলের সঙ্গে তিনি ইংল্যান্ডে যাবেন কিনা সেটা অবশ্য এখনো নিশ্চিত করেনি উইন্ডিজ ক্রিকেট বোর্ড। আসন্ন বিশ্বকাপে গেইলদের পরামর্শকের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সারওয়ান। তিনি বলেন, ‘আমি উচ্ছ্বসিত। খেলোয়াড়দের মেন্টরের ভূমিকায় থাকবো।
তারা যেন টেকনিক্যাল সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রোটেট করতেও বেশ সমস্যা হয়। চেষ্টা করে দেখি এ জায়গায় কতটা উন্নতি করতে পারি।’
আগামী মাসে আয়ারল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। সিরিজ শেষেই ইংল্যান্ডে উড়াল দেবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ সামনে রেখে গত সোমবার নিজেদের কোচিং স্টাফ ও ব্যবস্থাপনা দল চূড়ান্ত করে উইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।  তবে সেখানে নাম ছিল না সারওয়ানের। এরপর উইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক জিমি অ্যাডামসের প্রস্তাবে সারওয়ানকে নেয়া হয় ব্যবস্থাপনা দলে।
২০১৬ সালে ক্রিকেট থেকে অবসর নেন সারওয়ান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮৭ টেস্ট, ১৮১ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তিন ফরমেট মিলিয়ে প্রায় ১২ হাজার রান রয়েছে তার নামের পাশে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর