× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আর্সেনালে উজ্জ্বল এমেরি-লাকাজে

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৯, শনিবার

ইউরোপা লীগের নকআউট পর্বে সর্বাধিক ২৬ জয়ের কীর্তি গড়েলেন আর্সেনাল কোচ উনাই এমেরি। বৃহস্পতিবার নাপোলির বিপক্ষে স্তাদিও সান পাওলোতে ফিরতি লেগে ১-০ গোলে জয় পায় গানাররা। নিজেদের এমিরেটস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতালিয়ান দলটির বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল আর্সেনালই। নেপলসে আর্সেনালের জয়সূচক একমাত্র গোলটি আসে ম্যাচের ৩৬তম মিনিটে। ফ্রি-কিক থেকে দারুণ শটে নাপোলির জাল কাঁপান আর্সেনালের ফরাসি ফরোয়ার্ড লাকাজে। দীর্ঘ ১৬ বছর পর ইউরোপিয়ান আসরে ফ্রি-কিক থেকে গোল পেলো আর্সেনাল। সবশেষ  ২০০২-০৩ চ্যাম্পিয়ন্স লীগে ফ্রিকিক থেকে গোল পান ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি ।
রাতের আরেক ম্যাচে নিজ মাঠ মেস্তায়াতে ফিরতি লেগে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পা রাখে ভ্যালেন্সিয়া। প্রথম লেগের স্প্যানিশ ডার্বিতে  ৩-১ গোলের নাটকীয় জয় পেয়েছিল ভ্যালেন্সিয়াই।
ভিয়ারিয়ালের মাঠে ম্যাচের শেষ তিন মিনিটে দুই গোল পেয়েছিল ভ্যালেন্সিয়া। সেমিফাইনালে ভ্যালেন্সিয়া খেলবে আর্সেনালের বিপক্ষে । আর্সেনালের দায়িত্ব নিয়ে শুরুর পঞ্চাশ ম্যাচে সর্বাধিক ৩২ জয়ের রেকর্ড গড়লেন কোচ উনাই এমেরি। এতে এমেরি ভেঙে দিলেন ৮৫ বছরের পুরনো রেকর্ড। ১৯৩৪ সালে আর্সেনালের দায়িত্ব নিয়ে শুরুর পঞ্চাশ ম্যাচে ২৮টি জয় পেয়েছিলেন ইংলিশ কোচ জর্জ অ্যালিসন। আর্সেনালের সফল কোচ আর্সেন ওয়েঙ্গার প্রথম পঞ্চাশ ম্যাচে পেয়েছিলেন ২৩ জয় । দ্বিতীয় লেগে ৭০ ভাগ বল দখলে রাখে নাপোলি। আর আর্সেনালে দখলে ছিল ৩০ ভাগ। ২০১৭ সালের পর কোনো প্রতিযোগিতায় বল দখলের লড়াইয়ে আর্সেনালের সর্বনিম্ন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে বার্য়ান মিউনিখের বিপক্ষে ২৫.৭ ভাগ বল দখলে রাখতে পেরেছিল আর্সেনাল। বৃহস্পতিবার পুরো ম্যাচে আর্সেনালের গোলবারে মোট ২০টি শট  নেয় নাপোলি। তবে অনটার্গেটে ছিল ২টি শট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর