× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

রেকর্ড গড়ে সেমিফাইনালে চেলসি

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৯, শনিবার

রেকর্ড গড়ে উয়েফা ইউরোপা লীগের সেমিফাইনালে পা রাখলো চেলসি।  বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্লাভিয়া প্রাগের বিপক্ষে ৪-৩ গোলে জয় পায় লন্ডন ব্লুরা। ম্যাচে জোড়া গোল পান চেলসির স্প্যানিয়ার্ড উইংগার পেদ্রো রদ্রিগেজ। রাতের অপর ম্যাচে আর্সেনালের জয়ে রেকর্ডে নাম ওঠে কোচ উনাই এমেরির। এবারের ইউরোপা লীগে নিজেদের ১২ ম্যাচের ১১টিতে জয় দেখলো চেলসি। ইউরোপিয়ান ফুটবল আসরের এক মৌসুমে ইংলিশ কোনো দলের সর্বাধিক জয়ের  রেকর্ড এটি। এবারের আসরে গ্রুপপর্বে একমাত্র হাঙ্গেরির দল মল ভিদির সঙ্গে ২-২ গোলে ড্র করে চেলসি। রেকর্ডটি আরো সমৃদ্ধ করার সুযোগ চেলসির। সেমিফাইনালে জার্মান দল আইনট্রাখ্‌ট ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্টরা।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্লাভিয়া প্রাগের মাঠে ১-০ গোলে জয় দেখেছিল চেলসি। দুই লেগ মিলিয়ে ৫-৩ এগ্রিগেটে সেমিফাইনালের টিকিট কাটে ২০১৩’র চ্যাম্পিয়নরা। ইংলিশ ক্লাবের বিপক্ষে স্লাভিয়া প্রাগ শেষ ৯ ম্যাচেই জয়হীন রয়েছে। সবশেষ ২০০০ সালে ঘরের মাঠে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল স্লাভিয়া। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার সিটির পর প্রিমিয়ার লীগের দ্বিতীয় দল হিসেবে ১০০ গোল করলো চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার সিটির গোল ১৫৪।
স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের পঞ্চম মিনিটে স্প্যানিয়ার্ড উইঙ্গার পেদ্রোর গোলে এগিয়ে যায় চেলসি। ম্যাচের নবম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় চেলসির। এই গোলটা হতে পারতো পেদ্রোর। ইডেন হ্যাজার্ডের ক্রসে পেদ্রোর শট গোলপোস্টে লেগে স্লাভিয়ার আইভরিয়ান ডিফেন্ডার সাইমন ডেলির মুখে লেগে বল জালে জড়ায়। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫টি আত্মঘাতী গোল পেলো চেলসি। মৌসুমে ম্যানচেস্টার সিটি ৭ আর্সেনাল ৬টি আত্মঘাতী গোল পেয়েছে। ম্যাচের ১৭তম মিনিটে অলিভার জিরুর গোলে স্কোরলাইন ৩-০ করে ব্লুরা। ইউরোপা লীগের শেষ ৯ ম্যাচে ১৩ গোলে অবদান রাখলেন জিরু (১০ গোল, ৩ অ্যাসিস্ট)। আর চেলসির প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় এক মৌসুমে ১০ গোল পেলেন এ ফরাসি স্ট্রাইকার। ম্যাচের ২৫তম মিনিটে স্লাভিয়ার হয়ে এক গোল শোধ করেন চেক মিডফিল্ডার টমাস সোচেক। এর দুই মিনিট পরই পেদ্রোর গোলে ব্যবধান বাড়ায় চেলসি। বার্সেলোনার সাবেক তারকা পেদ্রো ক্যারিয়ারের প্রথমবারের মতো ইউরোপিয়ান ম্যাচে সরাসরি তিন গোলে অবদান রাখলেন (২ গোল, ১ অ্যাসিস্ট)। বিরতির পর ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছিল স্লাভিয়া প্রাগ। ম্যাচের ৫১ ও ৫৪তম মিনিটে দুই গোলে শোধ করে ম্যাচ জমিয়ে তোলে চেক প্রজাতন্ত্রের দলটি। দুটি গোলই করেন পের্ট সেভচিক। রাতের আরেক ম্যাচে পর্তুগিজ দল বেনফিকাকে ২-০ গোলে হারিয়ে সেমিতে পৌঁছে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট। প্রথম লেগে ৪-২ গোলে হেরেও ফিরতি লেগে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জার্মানির দলটি। দুই লেগ মিলিয়ে ৪-৪ অ্যাগ্রিগেটে অ্যাওয়ে গোলের সুবাদে সেমিতে ওঠে ফ্রাঙ্কফুর্ট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর