× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ওসমানীনগরে মামাশ্বশুরের লালসার শিকার বিধবা

বাংলারজমিন

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, শনিবার

সিলেটের ওসমানীনগরে মামাশ্বশুরের লালসার শিকার হয়েছেন তিন সন্তানের জননী এক বিধবা নারী (৩৮)। গত বৃহস্পতিবার উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ ধর্ষক সফজ্জুল হককে (৩৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। সে একই উপজেলার তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের আকলুছ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নির্যাতিত নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৩ বছর পূর্বে স্বামী হারিয়ে এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে অসহায় জীবন যাপন করে আসছেন নির্যাতিত বিধবা ওই নারী। প্রায় ২ বছর পূর্বে জায়গা সংক্রান্ত একটি মামলার কাজে আসামি দুঃসম্পর্কের মামাশ্বশুর সফজ্জুলকে নিয়ে সিলেটে যান। ওই দিন শহরের একটি হোটেলে রাত্রি যাপন করে বিয়ের প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করে আসামি সফজ্জুল।
একই সঙ্গে ধর্ষণের ঘটনা মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করে রাখে সে। পরবর্তীতে ধারণকৃত ভিডিও অনলাইনে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরে ভিডিও অনলাইনে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে জোর পূর্বক তাকে আবারো ধর্ষণ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গৌতম সরকার বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সফজ্জুল ঘটনার সত্যতা স্বীকার করেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর