× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

হাটহাজারীতে গৃহবধূ খুন স্বামীসহ সবাই উধাও

বাংলারজমিন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, শনিবার

চট্টগ্রামের হাটহাজারীতে সুমি আকতার (২৩) নামে এক গৃহবধূ খুন হয়েছে। খবর পেয়ে ঘরের মেঝেতে পড়ে থাকা গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। লাশটির ঘাড় ছিল ভাঙা। গত বৃহসপতিবার রাতে হাটাহাজারী পৌর এলাকার উত্তর মোহাম্মদপুর ৯নং ওয়ার্ডের আনসর আলী সুফির বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর ৬ ও ১২ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী মোহাম্মদ রাশেদসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। সুমির বড় ভাই মোহাম্মদ বশির অভিযোগ করেন, যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আমার বোনের ওপর নানাভাবে চাপ সৃষ্টির পাশাপাশি বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। বছর ছয়েক অতিবাহিত হওয়ার পর বিষয়টি এলাকায় সামাজিকভাবে সালিশি বৈঠকে সুরাহা হয়।
তবে বছর না ঘুরতেই ফের যৌতুক নিয়ে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। বশির আরো বলেন, গত বৃহসপতিবার সকালে আমার বোনের (সুমি আকতার) সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের ঝগড়া হয়। প্রতিদিনের মতো তার ছেলেমেয়ে স্কুলে চলে যাবার পর কোনো এক সময় স্বামীর পরিবারের লোকজন মিলে তাকে হত্যা করে লাশ ঘরের মেঝেতে ফেলে সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানার এসআই মো. জসিম উদ্দিন জানান, খবর পেয়ে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে সুমির শ্বশুরবাড়ির বসতঘরের ফ্লোর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় নিহত সুমির ঘাড় ছিল ভাঙা। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর