× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

পিরোজপুরে শেখ হাসিনা সেতুর উদ্বোধন

বাংলারজমিন

পিরোজপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, শনিবার

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি গতকাল বিকালে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় দীর্ঘা নামক স্থানে তালতলা নদীর ওপর শেখ হাসিনা সেতুর উদ্বোধন করেছেন। নাজিরপুর-বৈঠাকাটা সড়কের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মোট ৩৭ কোটি টাকা ব্যয়ে ৩৬০ মিটার দীর্ঘ ও ৮.৪ মিটার প্রস্থের এ সেতু নির্মাণ করেছে। ২০১২ সালের ২৭শে ফেব্রুয়ারি সেতুর কাজ শুরু হলেও তৎকালীন ঠিকাদারের গাফিলতি ও ডিজাইনে ত্রুটির কারণে সেতুর নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৭-১৮ অর্থবছরে কাজটি পুনরায় শুরু করা হয়। সেতুটি নির্মাণের ফলে শুধু নাজিরপুর উপজেলা নয় পার্শ্ববর্তী নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা ও বরিশালের বানারীপাড়া উপজেলার সঙ্গেও সরাসরি সড়ক যোগাযোগের উন্নয়ন ঘটলো। নাজিরপুর উপজেলার ভাসমান ও কান্দিবেড়ের উৎপাদিত সবজিসহ এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও ইকো ট্যুরিজমের ব্যাপক প্রসারলাভ ঘটবে বলে এলাকাবাসীর আশাবাদ। শেখ হাসিনা সেতু উদ্বোধনের পর মন্ত্রী শ. ম. রেজাউল করিম সেতু সংলগ্ন দীর্ঘা বাজার থেকে ঘোষকাঠী হাইস্কুল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে দুপুরে মন্ত্রী নাজিরপুর উপজেলার পূর্ব কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার এবং নাজিরপুর সদর থেকে শাখারিকাঠী ইউপি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ ছাড়া গতকাল সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এবং পানিসম্পদ মন্ত্রী জাহিদ ফারুক পিরোজপুর জেলা শহর সংলগ্ন বলেশ্বর নদের ভাঙনকবলিত স্থান, নাজিরপুর উপজেলার কালীগঙ্গা ও বেলুয়া এবং নেছারাবাদের সন্ধ্যা নদীর ভাঙনকবলিত বন্দর ও বাজার এলাকা পরিদর্শন করেন।
এ সময় বলেশ্বর নদী খনন এবং পিরোজপুর শহর রক্ষা বাঁধসহ তীব্র নদী ভাঙনের হাত থেকে দক্ষিণাঞ্চলের প্রাচীন ব্যবসাকেন্দ্র ইন্দুরহাট, শ্রীরামকাঠী ও বৈঠাকাঠা বাজার রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্প গ্রহণ বিষয়ে দু’ই মন্ত্রীকে অবহিত করা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর