× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

আমিরকে ছাড়া ধুঁকবে পাকিস্তান!

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৯, শনিবার

পাকিস্তানের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে নেই মোহাম্মদ আমির। আর ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার মনে করেন, ২৭ বছর বয়সী আমিরকে ছাড়া পাকিস্তানের পেস আক্রমণের ধার অনেকটাই কমে যাবে। টুইটারে সাবেক গতিতারকা শোয়েব লেখেন, ‘পেস বিভাগ নিয়ে আমি উদ্বিগ্ন। পেস আক্রমণে আমি নেতৃত্বের অভাব দেখতে পাচ্ছি, যে হবে আক্রমণাত্মক। আমির তা হতে পারে।’
২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ফাইনালে দারুণ বোলিং করেন আমির। সেই ইংল্যান্ডেই বসছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ। ইংলিশ কন্ডিশনে আমির কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন শোয়েব।
ওয়ানডেতে ১৬৩ ম্যাচে ২৪৭ উইকেট নেয়া সাবেক গতিতারকা বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি, ইংলিশ কন্ডিশনে আমির মরণাস্ত্র হয়ে উঠতে পারে।’

চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজেকে হারিয়ে খুঁজছেন আমির। শেষ ১৪ ওয়ানডেতে মোটে ৫ উইকেট শিকার করতে পেরেছেন এ বাঁহাতি পেসার। গড় ৯২.৬০। সমসাময়িক স্ট্রাইক বোলারদের তুলনায় যা জঘন্য। আমিরের পর যে রয়েছেন, সেই ইংলিশ পেসার মার্ক উডের গড় ৪৭.৭৫।  এ কারণেই মূলত বিশ্বকাপ দলে নেয়া হয়নি আমিরকে। তবে তার সুযোগ একেবারে শেষ হয়ে যায়নি। বিশ্বকাপের আগে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। ওই সিরিজের জন্য দলে রাখা হয়েছে আমিরকে। ভালো করতে পারলে কপাল খুলে যেতে পারে তার। আমিরের জন্য শুভকামনা জানানিয়ে শোয়েব বলেন, ‘ইংল্যান্ড সিরিজে দলে থাকায় তার এখনো ফেরার সুযোগ আছে। আমিরের জন্য শুভ কামনা।’

২০০৯ সালে ওয়ানডে অভিষেকের পর এখন পর্যন্ত ৫০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নন্দিত-নিন্দিত পেসার আমির। উইকেট নিয়েছেন ৬০টি। ২০১০ সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিং করে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর আগের আমিরকে আর দেখা যায়নি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর