× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

বর্ণবাদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার প্রতিবাদ

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৯, রবিবার

বর্ণবাদের প্রতিবাদে ২৪ ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যম বর্জন করলো ইংল্যান্ডের পেশাদার ফুটবলাররা। সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষ ও ফুটবল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য ফুটবলারদের এমন পদক্ষেপ। আর ফুটবলারদের এমন প্রতিবাদকে স্বাগত জানিয়েছে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা। চলতি মৌসুমে ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকজন শীর্ষ ফুটবলাররা বর্ণবাদের শিকার হন। বর্ণবাদের প্রতিবাদে ওয়াটফোর্ডের ইংলিশ স্ট্রাইকার ট্রয় ডেনি বলেন, ‘অনেক হয়েছে। শুক্রবার, আমরা বর্ণবাদের শিকার হওয়া সব খেলোয়াড়ের পক্ষে থেকে বার্তা দিতে চাই। গ্যালারি থেকে দুয়োধ্বনি অথবা অনলাইনে- ফুটবলে আর বর্ণবাদী আচরণ সহ্য করা হবে না। সামাজিক যোগাযোগমাধ্যম বর্জন করা একটা ছোট পদক্ষেপ।
কিন্তু সকল খেলোয়াড় বর্ণবাদের বিরুদ্ধে এক সুরে প্রতিবাদ জানাবে।’ বর্ণবাদের প্রতিবাদে পেশাদার ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএসএ) এক বিবৃতিতে বলা হয়, ‘এই বর্জন বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রথম পদক্ষেপ। বর্ণবাদ ইস্যুতে ফুটবলাররা একাত্মতা দেখিয়েছে। বর্ণবাদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম  ও ফুটবল কর্তৃপক্ষ যেন কঠিন পদক্ষেপ গ্রহণ করে।’
চলতি মৌসুমে ফুটবলে বর্ণবাদের ঘটনা
ডিসেম্বর ২০১৮: প্রিমিয়ার লীগের নর্থ লন্ডন ডার্বিতে টটেনহ্যাম-আর্সেনালের ম্যাচে বর্ণবাদের শিকার হন গ্যাবনিজ স্ট্রাইকার পিয়ের-এমেরিক অবামেয়াং। ওই ম্যাচে আর্সেনাল তারকা অবামেয়াংকে গ্যালারি থেকে কলা ছুড়ে মারে সমর্থকরা। ওই ম্যাচে ৪-২ গোলে জয় পায় আর্সেনাল।
ডিসেম্বর ২০১৮: চেলসির বিপক্ষে ম্যানচেস্টার সিটির ম্যাচে বর্ণবাদের শিকার হন বলে জানান রাহিম স্টার্লিং। লন্ডনের ওই ম্যাচের কয়েকদিন পরে স্টার্লিং স্থানীয় সংবাদমাধ্যমে বর্ণবাদের ঘটনাটি জানান।
মার্চ ২০১৯: উয়েফা ইউরোপা লীগের শেষ ষোলোর লড়াইয়ে ডায়নামো কিয়েভের বিপক্ষে দ্বিতীয় লেগে ইংলিশ ফুটবলার ক্যালাম হাডসন-ওডোই বর্ণবাদের শিকার হন বলে অভিযোগ জানায় চেলসি। ওই ম্যাচে এক গোল পান ক্যালাম হাডসন। ৫-০ গোলে জয় পেয়েছিল চেলসি।
মার্চ ২০১৯: ইউরো বাছাই পর্বের ম্যাচে মন্টেনেগ্রোর বিপক্ষে খেলতে গিয়ে বর্ণবাদের শিকার হন ইংল্যান্ডের ফুটবলার ড্যানি রোজ, রাহিম স্টার্লিং। ২০২০ ইউরো বাছাই পর্বের ওই ম্যাচে মন্টেনেগ্রোর বিপক্ষে ৫-১ গোলে জয় পায় ইংলিশরা।
এপ্রিল ২০১৯: জুভেন্টাসের হয়ে ক্যালিয়ারির বিপক্ষে ম্যাচে বর্ণবাদের শিকার হন ইতালিয়ান তরুণ স্ট্রাইকার ময়েস কিয়ান। ওই ঘটনায় কিয়ানকে দোষারোপ করেন সতীর্থ লিওনার্দো বানুচ্চি। পরে আন্তর্জাতিক শীর্ষ খেলোয়াড়রা এর প্রতিবাদ জানায়।
এপ্রিল ২০১৯: ওয়াটফোর্ড অধিনায়ক ট্রয় ডেনি, আদ্রিয়ান মারিয়াপ্পা এবং ক্রিস্টিয়ান কানাসেল সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদের শিকার হন।
এপ্রিল ২০১৯: উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে বার্সেলোনা-ম্যানইউ ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজ সমর্থকদের দ্বারা বর্ণবাদের শিকার হন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফুটবলার অ্যাশলি ইয়ং। টুইটারে রেড ডেভিল অধিনায়ক ইয়ংকে ‘শিম্পাঞ্জি’ ও ‘নিগ্রো’ বলে গালি দেয় এক ম্যানইউ সমর্থক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর