× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

টটেনহ্যাম বাধা ডিঙালো ম্যান সিটি

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৯, রবিবার

চ্যাম্পিয়ন্স লীগ থেকে ম্যানচেস্টার সিটিকে ছিটকে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। তবে সিটিজেনদের প্রিমিয়ার লীগ (ইপিএল) মিশনে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি দলটি। গতকাল তরুণ তারকা ফিল ফডেনের একমাত্র গোলে ঘরের ইতিহাদ মাঠে টটেনহ্যামকে ১-০ ব্যবধানে হারায় কোচ পেপ গার্দিওলার ম্যান সিটি। আর এ জয়ে লিভারপুলকে টপকে পুনরায় ইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষ স্থানের দখল নিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৩৪ ম্যাচে ম্যান সিটির সংগ্রহ ৮৬ পয়েন্ট। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮৫।
ইতিহাদে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ম্যান সিটি। সার্জিও আগুয়েরোর অ্যাসিস্টে হেডে টটেনহ্যামের জালে বল জড়ান ১৮ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার ফিল ফডেন।
লীগ কাপ, এফএ কাপেও বল পায়ে আলো ছড়ান তিনি। আর চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ফিরতি লেগে শালকার বিপক্ষে গোল করে ইউরোপিয়ান আসরে ম্যান সিটির সর্বকনিষ্ঠ গোলদাতার কীর্তি গড়েন ফডেন। ইংলিশ প্রিমিয়ার লীগে গোল পাওয়া শুধু বাকি ছিল তার। ইপিএলে নিজের ১২তম ম্যাচে সেটি পেয়ে গেলেন ফডেন। তবে আগের ১১ ম্যাচের ১০টিতেই তিনি নামেন বদলি হিসেবে। সব প্রতিযোগিতায় চলতি মৌসুমে ২৪ ম্যাচে ৬ গোল আর ২ অ্যাসিস্ট করে প্রতিপক্ষদের বার্তা দিয়ে রাখলেন এই সেন্ট্রাল মিডফিল্ডার।
ম্যান সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন স্পারদের কোরিয়ান স্ট্রাইকার সন হিউং-মিন ও ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনের দুটি প্রচেষ্টা রুখে দেন। ম্যাচের ৩৬তম মিনিটে চোটের কারণে মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাকে হারায় ম্যান সিটি। ৫৯তম মিনিটে ম্যান সিটির ডি-বক্সে কাইল ওয়াকারের হাতে বল স্পর্শ করলেও  রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য (ভিএআর) নেননি। ভিএআর সাহায্য নিলে পেনাল্টি পেতে পারতো টটেনহ্যাম। এরপর ৭১তম মিনিটে ম্যান সিটিকে গোলবঞ্চিত করেন নিয়মিত গোলরক্ষক হুগো লরির বদলে খেলতে নামা পাওলো গাজ্জানিকা। রাহিম স্টারলিংয়ের নিচু শট পা দিয়ে ঠেকিয়ে দেন আর্জেন্টিনার ২৭ বছর বয়সী এই গোলরক্ষক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর