× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্রাদার্সের জয়ে অবনমনের ঝুঁকি বাড়লো মোহামেডানের

খেলা

স্পোর্টস রিপোর্টার
২১ এপ্রিল ২০১৯, রবিবার

চলতি লীগে মোটেও সুবিধা করতে পারছে না ব্রাদার্স ইউনিয়ন। প্রথম লেগের শেষ রাউন্ডের আগ পর্যন্ত এক প্রকার তলানিতেই ছিল গোপীবাগের ক্লাবটি। ১৩ দলের লীগে পয়েন্ট টেবিলে তাদের নিচে ছিল কেবল টিম বিজেএমসি। গতকাল আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে অবনমন অঞ্চল থেকে কিছুটা উন্নতি হয়েছে ঢাকার এই ঐতিহ্যবাহী দলটির। তাদের এই জয়ে ঢাকার আরেক ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব নেমে গেছে অবনমন অঞ্চলে। দিনের অন্য ম্যাচে জিতেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গতকাল আরামবাগকে ১-০ গোলে হারানো ব্রাদার্স ১২ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে উঠে এসেছে। এক জয় ও তিন ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে (দ্বাদশ) নেমে গেছে মোহামেডান। ৪ পয়েন্ট নিয়ে তলানিতে আছে কেবল টিম বিজেএমসি।
গত জানুয়ারিতে মোহামেডানকে ১-০ গোলে হারিয়ে লীগে প্রথম জয় পেয়েছিল ব্রাদার্স। মোহামেডানের একমাত্র জয়টি বিজেএমসি’র বিপক্ষে। লীগে এখনও কোনো জয়ের মুখ দেখেনি বিজেএমসি।
এদিন আরামবাগের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর ৭৭তম মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স। মাঝমাঠ থেকে সতীর্থের লম্বা ফ্রি কিকের পর পানামার তারকা জ্যাক ড্যানিয়েলসের বাড়ানো বল জোরালো শটে জালে জড়ান ব্রাদার্সের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভারটন। এ গোলই শেষ পর্যন্ত আরামবাগের পঞ্চম হার নিশ্চিত করে দেয়।  নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে ৪২তম মিনিটে আলেক্স রাফায়েল দি সিলভার গোলে বিজেএমসিকে হারায় শেখ রাসেল। রাফায়েল ওডোইনের বাড়ানো ক্রসে নিখুঁত শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এ জয়ে ১২ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে শেখ রাসেল। অষ্টম হারের স্বাদ পাওয়া বিজেএমসি ৪ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার তলানিতে। প্রথম রাউন্ডের একমাত্র অপরাজিত দল বসুন্ধরা কিংস আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ১২ ম্যাচে নবাগত দলটির সংগ্রহ ৩৪ পয়েন্ট। ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়ং স্থানে রয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী।
প্রথম লেগ শেষে পয়েন্ট টেবিল
দল     ম্যাচ     জয়     ড্র     হার    গোল     পয়েন্ট
বসুন্ধরা কিংস     ১২     ১১     ১     ০     ২৬/৬     ৩৪
ঢাকা আবাহনী     ১২     ১০     ০     ২     ২৮/১২    ৩০
শেখ রাসেল     ১২     ৮     ৩     ১     ১৬/৪     ২৭
সাইফ স্পোর্টিং     ১২     ৭     ২     ৩     ১৭/১১     ২৩
আরামবাগ     ১২     ৬     ১     ৫     ১৬/১৩     ১৯
মুক্তিযোদ্ধা     ১২     ৪     ৩     ৫     ১৫/১৩     ১৫
শেখ জামাল     ১২     ৩     ৫     ৪     ১১/১৪     ১৪
চট্টগ্রাম আবাহনী     ১২     ৩     ৫     ৪     ৮/১১     ১৪
রহমতগঞ্জ     ১২     ২     ৬     ৪     ১৩/১৯     ১২
নোফেল স্পোর্টিং     ১২     ২     ৩     ৭     ৬/১৫     ৯
ব্রাদার্স ইউনিয়ন    ১২     ২     ২     ৮     ৭/২০     ৮
মোহামেডান     ১২     ১     ৩     ৮     ৮/২৩     ৬
বিজেএমসি     ১২     ০     ৪     ৮     ২/১২     ৪
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর