× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পরিচ্ছন্ন আম্পায়ারিং চান রূপগঞ্জ কোচ

খেলা

স্পোর্টস রিপোর্টার
২১ এপ্রিল ২০১৯, রবিবার

আবাহনী-মোহামেডান ম্যাচের উত্তেজনা এখন আর নেই। তবে গেল কয়েক বছর ধরেই রূপগঞ্জ-আবাহনীর ম্যাচে মাঠে ও বাইরে থাকে দারুণ উত্তাপ। বিশেষ করে স্বচ্ছ  আম্পায়ারিং নিয়ে দুই দলের মধ্যে মাঠের বাইরে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। শুধু তাই নয় বড় ম্যাচে আবাহনীর বিপক্ষে আম্পয়ারিংয়ে প্রভাব বিস্তার করার অভিযোগও কম নয়। আজ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ পরিচ্ছন্ন আম্পায়ারিং আশা করেন। আফতাব বলেন, ‘আলহামদুলিল্লাহ, আম্পায়ারিং অনেক ভালো হচ্ছে এবার। আমি এখনো তেমন কিছু দেখিনি। আশা করি শেষ যে দুই ম্যাচ আছে, সেখানেও ভালো কিছু দেখবো ইনশাআল্লাহ।’  
অন্যদিকে প্রতিপক্ষ আবাহনীকে নিয়েও যথেষ্ট সাবধান রূপগঞ্জের প্রধান কোচ।
এখন পর্যন্ত তার সফল হওয়ার সাধারণ কৌশলই ধরে রাখতে চান আফতাব। তিনি বলেন, ‘আবাহনী নিঃসন্দেহে ভালো দল। সবকিছু মিলিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন আমাদের দল অনেক ভালো ক্রিকেট খেলছে। সুতরাং আমাদের কে খেলছে কিংবা কে খেলছে না সেটি নিয়ে চিন্তা নেই। আমাদের চিন্তা হলো কালকে কীভাবে ভালো ক্রিকেট খেলবো। আমরা যেভাবে ভালো ক্রিকেট খেলে এসেছি যদি সেভাবে আমরা খেলতে পারি তাহলে আমাদের খুব একটা পার্থক্য হবে না ইনশাআল্লাহ।’
প্রথমবারের মতো কোচ হিসেবে শিরোপার হাতছানি জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাবের সামনে। এ নিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটি আসলে অনেক বড় একটি ব্যাপার। সত্যি কথা যখন দলটি বানিয়েছিলাম তখন এত আশা করিনি। আলহামদুলিল্লাহ আমি যে বিশ্বাস করে নিয়েছি তার চেয়ে অনেক বেশি আমাকে উপহার দিয়েছে। প্রত্যেকটি ম্যাচে ওরা যেভাবে আত্মবিশ্বাস নিয়ে খেলছে তাতে আমরা ইনশাআল্লাহ যেকোনো দলকে বিপদে ফেলতে পারবো। আমরা যদি এভাবে ক্রিকেট খেলে যাই তাহলে ভালো কিছু আশা করছি ইনশাআল্লাহ।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর