× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মস্কোতে ‘শনিবার বিকেল’

বিনোদন

স্টাফ রিপোর্টার
২২ এপ্রিল ২০১৯, সোমবার

‘শনিবার বিকেল’ ছবিটি এবারের ৪১তম রাশিয়ার মস্কো আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। ছবিটি নির্মাণ করেছেন দর্শকপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রাশিয়ার মস্কোতে ১৮ই এপ্রিল শুরু হয়েছে এই উৎসব। চলবে ২৫শে এপ্রিল পর্যন্ত। ‘শনিবার বিকেল’ ছবিটি প্রযোজনা করেছেন আব্দুল আজিজ, মোস্তফা সরয়ার ফারুকী ও আনা কাচকো। আর প্রযোজনা প্রতিষ্ঠানগুলো হলো জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মস্কোতে ‘শনিবার বিকেল’ ছবিটির প্রদর্শনীতে উপস্থিত থাকবেন এ ছবির অভিনেতা জাহিদ হাসান, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ছবির অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। জানা যায়, সোমবার সকালে তাঁরা মস্কোর উদ্দেশে রওনা হন।
এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন জাহিদ হাসান। এবার উৎসবে জুরিপ্রধান হয়েছেন কোরিয়ার মাস্টার ফিল্মমেকার কিম কি দুক‘। ‘শনিবার বিকেল’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ অনেকে। জানা যায়, এ ছবির গল্প রাজনৈতিক সাসপেন্স থ্রিলার ধাঁচের। গল্পের মধ্যে শ্বাসরুদ্ধকর ব্যাপার আছে, আর শিল্পী ও কলাকুশলীরা শ্বাসরুদ্ধকর পরিবেশেই কাজটি করেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর