× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর তথ্য / ক্রাইস্টচার্চের প্রতিশোধ নিতে হামলা চালায় এনটিজে ও জেএমআই

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) এপ্রিল ২৩, ২০১৯, মঙ্গলবার, ৩:৪৯ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে স্থানীয় ইসলামপন্থি উগ্রবাদীরা শ্রীলঙ্কায় হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজেবর্ধনে। প্রাথমিক তদন্তের উল্লেখ করে তিনি মঙ্গলবার পার্লামেন্টে এ কথা বলেছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই ও এএফপি। তিনি বলেছেন, চলমান তদন্তের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে শ্রীলঙ্কায় হামলা চালানো হয়েছে। রোববার ইস্টার সানডে’তে রাজধানী কলম্বোর তিনটি গির্জা, কয়েকটি  পাঁচ তারকা হোটেলে ওই হামলা হয়। এতে নিহত হন কমপক্ষে ৩২১ জন।

বার্তা সংস্থা এএফপি বলছে,  মঙ্গলবার সকালে তদন্তকারীরা বলেছেন, তারা বিশ্বাস করেন সংগঠিত ওই হামলার জন্য দায়ী দেশের ভিতরের দুটি ইসলামপন্থি সংগঠন। তারা হলো ন্যাশনাল তাওহিদ জামায়াত (এনটিজে) ও জামায়াতুল মুজাহিদিন ইন্ডিয়া (জেএমআই)। দ্বিতীয় সংগঠনটি প্রতিষ্ঠিত হয় গত বছর।
এটি খুব কম পরিচিত সংগঠন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর