× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

মানিকগঞ্জে ধর্ষণের দায়ে সেই যুবলীগ নেতা বহিষ্কার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২৪ এপ্রিল ২০১৯, বুধবার

মানিকগঞ্জে প্রতারণার মাধ্যমে চার বছর ধরে ধর্ষণ করার অপরাধে অভিযুক্ত ঘিওর উপজেলার নালী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন উজ্জ্বলকে অবশেষে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে গত রোববার আদালতে আত্মসমর্পণ করায় এখন জেল হাজতে রয়েছে। নালী ইউনিয়ন যুবলীগের সভাপতি জ্যোতিষ চন্দ্র সরকার বলেন, নালী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন উজ্জ্বল নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত রয়েছে এটা প্রাথমিক ভাবে প্রমাণ পাওয়া গেছে। তার কারণে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আলী হোসেন উজ্জ্বলকে দল থেকে বহিষ্কার করেছি। আদালতে যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার উপযুক্ত শাস্তি হবে।

উল্লেখ্য, যুবলীগ নেতা আলী হোসেন উজ্জ্বল এক গৃহবধূকে প্রতারণার মাধ্যমে চার বছর ধরে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছিল। ধর্ষণের সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকির পাশাপাশি ওই গৃহবধূর কাছ থেকে ৮ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
সর্বশেষ গত ১৬ই এপ্রিল নির্যাতিতার স্কুল-পড়ুয়া মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইলে তার অপকর্মের বিষয়টি ফাঁস হয়ে যায়। মেয়ের ইজ্জত বাঁচাতে ওইদিন রাতে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন নির্যাতিত নারী। এদিকে অভিযুক্ত আলী হোসেন উজ্জ্বল নিজেই আদালতে আত্মসমর্পণ করলেও মামলার আরেক আসামি মনোয়ারা বেগমকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পর থেকে সে পালিয়ে বেড়াচ্ছে। তদন্তকারী কর্মকর্তা এস আই আশরাফুল ইসলাম বলেন, মো. আলী হোসেন উজ্জ্বলের অপকর্মে সহায়তার অভিযোগে অভিযুক্ত আরেক আসামি মনিরা বেগম মনোয়ারাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর