× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আশরাফ উদ্দিনের স্মরণসভা /‘সরাইলের সাংবাদিকতা সংস্কৃতিতে তিনি অমর’

বাংলারজমিন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৯, বুধবার

১৯৭৮ সালে যে পাঁচজনের হাত ধরে প্রতিষ্ঠিত হয় সরাইল প্রেস ক্লাব তাদের একজন শাহ আশরাফ উদ্দিন আহমেদ। প্রতিষ্ঠাকালীন কমিটির সহসভাপতি ছিলেন তিনি। সে সময় তার মেধাদীপ্ত তুখোড় সাংবাদিকতায় নিজের জায়গা করে নিয়েছিলেন সংবাদপত্র জগতে। এ ছাড়াও সরাইলের সাহিত্য, সংস্কৃতি চর্চায় আশরাফ উদ্দিন ছিলেন উজ্জ্বল নক্ষত্র।  এক সময় তিনি জড়িয়ে পড়েন রাজনীতিতেও। ছিলেন মুক্তিযোদ্ধা। যেখানে হাত রেখেছেন সেখানেই তিনি ফলিয়েছেন সোনা। তার বক্তব্য ছিল শ্রুতিমধুর ও অসাধারণ। তখনকার সময়ে উপস্থাপনায় ছিলেন অদ্বিতীয়।
তার জীবন-যাপন ছিল খুবই সাদাসিধে। নিজ কর্মগুণে তিনি সরাইলের সাংবাদিকতা, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতিতে অমর হয়ে থাকবেন আজীবন। আশরাফ উদ্দিন স্মরণসভায় বক্তারা তার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। গত রোববার সরাইল প্রেস ক্লাব আয়োজন করে স্মরণসভার।  উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত শাহ আশরাফ উদ্দিন আহমেদ স্মরণে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন সরাইল প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ আলী। সরাইল প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুর রাশেদ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইসমত আলী, আওয়ামী লীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ও বিএনপির সহসভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউছার, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন কমিটির দপ্তর সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ঠাকুর মেজবাহ উদ্দিন মিজান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. আইয়ুব খান, সহসভাপতি এম.এ মুসা, যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মাহফুজ আলী ও বিএনপির সহসভাপতি মো. জহির উদ্দিন আহমেদ। গত ২৯শে মার্চ শুক্রবার সকাল ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহ আশরাফ উদ্দিন।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর