× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ

দেশ বিদেশ

সংসদ রিপোর্টার
২৪ এপ্রিল ২০১৯, বুধবার

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বিকাল ৫টায়। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩রা এপ্রিল এ অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যই এ অধিবেশন আহবান করা হয়েছে। সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেক অধিবেশন বসতে হবে। জুনে বাজেট অধিবেশনের আগে এ অধিবেশন ডাকা হয়েছে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। এদিকে আজ বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ এবং কার্যক্রম চূড়ান্ত করা হবে। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, ইতোমধ্যে অধিবেশনের সব প্রস্তুতি নেয়া হয়েছে।
এ অধিবেশনে জন্য আইন শাখায় এ পর্যন্ত নতুন পুরনোসহ ৬টি সরকারি বিল জমা রয়েছে। এর মধ্যে পুরনো ৫টি ও নতুন ১টি বিল রয়েছে। এদিকে একাদশ সংসদের প্রথম অধিবেশন গত ৩০শে জানুয়ারি শুরু হয়ে গত ১১ই মার্চ শেষ হয়। মোট ২৬ কার্য দিবসের ওই অধিবেশনে ৫টি সরকারি বিল পাস করা হয়। ৭১ বিধিতে ৩২১টি নোটিশের মধ্যে ৩০টি গৃহিত ও ১৮টির ওপর আলোচনা হয়। এদিকে নির্বাচন বাতিলের দাবি জানিয়ে শপথ অনুষ্ঠান বর্জন করেন বিএনপি’র নির্বাচিত ৬ জন সংসদ সদস্য। ফলে তাদের আসন ৬টি প্রথম অধিবেশনের মতো এবারও ফাঁকা থাকবে। আগামী ৩০শে এপ্রিলের মধ্যে শপথ না নিলে ওই আসনগুলোতে পুনঃনির্বাচন হবে। তবে গত অধিবেশনে যোগ না দিলেও এবারের অধিবেশনে যোগ  দেবেন গণফোরামের নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান। তিনি ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন। আর প্রথমে শপথ বর্জন করলেও ৭ই মার্চ শপথ নিয়ে গত অধিবেশনে যোগদান করেন গণফোরামের আরেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর