× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ভাঙন থেকে ভিটামাটি রক্ষায় লক্ষ্মীপুরে মানববন্ধন

অনলাইন

লক্ষ্মীপুর প্রতিনিধি
(৫ বছর আগে) এপ্রিল ২৪, ২০১৯, বুধবার, ২:৫১ পূর্বাহ্ন

মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গনে বিলীন হওয়ার পথে লক্ষ্মীপুরের কমলনগর-রামগতি এ দুই উপজেলার বির্স্তীন এলাকা। মেঘনার ভাঙ্গন প্রতিরোধ ও ভিটামাটি রক্ষায় এবং নদী বাঁধ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। আজ সকালে কমলনগর উপজেলার মাতাব্বরহাট এলাকায় ‘কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।

এ সময় মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে উপজেলা দুটিকে রক্ষার দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের আহ্বায়ক এডভোকেট আবদুস সাত্তার পালোয়ান, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মো. শামছুল আলম প্রমূখ।

প্রসঙ্গত, মেঘনার ক্রমাগত ভাঙ্গনে কমলনগর ও রামগতি উপজেলার বিস্তীর্ণ এলাকা বিলীন হওয়ার পথে। ফলে বসতভিটা, কৃষি জমি, বাজার, সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনাসহ গোটা জনপদ হারানোর ভয়ে চরম আতঙ্কে রয়েছেন দুই উপজেলার প্রায় ৭ লাখ মানুষ। অবিলম্বে নদী ভাঙন রোধ না করলে দেশের মানচিত্র থেকে উপজেলা দুটির বিশাল অংশ মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর