× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ফ্রি মাদকবিরোধী স্টিকার বিক্রি হচ্ছে ১০ টাকায়

বাংলারজমিন

মো. তারেক রহমান, চাঁপাই নবাবগঞ্জ থেকে
২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার

চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে মাদকবিরোধী  স্টিকার বিক্রি করা হচ্ছে ১০ টাকা মূল্যে। অবশ্য ফ্রি-তে দেয়া হচ্ছে একটি করে লিফলেট। এ নিয়ে তোলপাড় চলছে সর্বত্র। কোমলমতি শিক্ষার্থীর কাছে স্টিকারের মূল্য বাধ্যতামূলক নেয়ায় ক্ষোভ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। আর এসব স্টিকার বিক্রি করে একটি বেসরকারি সংস্থা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। অনুসন্ধানে জানা গেছে, ২০১৭ সালের ৩রা মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কর্মসূচি আয়োজনে নিরাপত্তা চেয়ে আবেদন করেন ঢাকার বেসরকারি সংস্থা ফ্রিডম ইন্টারন্যাশনাল এন্টি এলকোহল এবং প্রতিভা এডুকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির কো-অর্ডিনেটর ডা. আনোয়ার হোসেন।
তার আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব (পলিসি ও অপারেশন) সঞ্জয় কুমার চৌধুরী স্বাক্ষরিত একটি পত্রে আবেদনকারীকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পুলিশ মহাপরিদর্শকসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১০টি বিভাগকে চিঠি দেন। এরপর ২০১৮ সালের ২৪শে জুলাই মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে মাদকবিরোধী লিফলেট এবং নামমাত্র মূল্যে স্টিকার বিতরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে একই বছরের ২৬শে জুলাই সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেন বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় উপ-পরিচালক (ভারপ্রাপ্ত)। সে চিঠির আলোকে একই বছরের ২৩শে সেপ্টেম্বর চাঁপাই নবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. আবদুল কাদের স্বাক্ষরিত এক পত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেন।
একই বিষয় উল্লেখ করে গত বছরের ২৪শে জুলাই জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী জুডিশিয়াল মুন্সিখানা শাখার সহকারী কমিশনার মোছা. রনী খাতুন স্বাক্ষরিত চিঠিতে সকল উপজেলা নির্বাহী অফিসার, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-রাজশাহী, উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা-রাজশাহী, জেলা শিক্ষা অফিসার রাজশাহী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, রাজশাহীকে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেয়া হয়। পরে চলতি বছরের ৩১শে মার্চ মানবিক কারণে মাদক বিরোধী কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে মাদক বিরোধী লিফলেট এবং সহনীয় মূল্যে ১০ (দশ) টাকা মূল্যের স্টিকার প্রেরণ সংক্রান্ত একটি করে উপজেলার কলেজ অধ্যক্ষ/মাদ্‌রাসা, প্রধান শিক্ষক-উচ্চবিদ্যালয়/দাখিল মাদ্‌রাসা, প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়/কিন্ডারগার্ডেনকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম চিঠি ইস্যু করেন। চিঠিতে তিনি উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৪৮ হাজার ৫শ’ ৬৩টি লিফলেট এবং ১০ টাকা মূল্যে ৪৮ হাজার ৫শ’ ৬৩ স্টিকার, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ এবং মাদ্‌রসা সমূহের জন্য বিনামূল্যে ৬২ হাজার ৩শ’ ৯৬টি লিফলেট এবং ১০ টাকা মূল্যের ৬২ হাজার ৩শ’ ৯৬টি স্টিকার বিক্রয়ের নিমিত্তে প্রেরণ করেন এবং বিক্রয়/বিতরণের টাকা আগামী পহেলা মে জমা দেয়ার অনুরোধ করেন। ওই স্টিকারগুলোতে বিভিন্ন মাদক সম্পর্কে বিস্তর বর্ণনা দেয়া আছে। সেই চিঠির সঙ্গে প্রতিভা-ফ্রিডম/২০১৮/৬৬৮৬ নম্বর স্মারকে প্রতিভা ফ্রিডম গ্রুপের প্যাডে প্রতিভা এডুকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি ফ্রিডম ইন্টারন্যাশনাল এন্টি অ্যালকোহল-এর কো-অর্ডিনেটর ডা. মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে বিভিন্ন মানবিক কারণ দেখিয়ে এবং  বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি স্পেশালাইজ্‌ড হাসপাতাল ও মাদকাসক্ত ছাত্র-ছাত্রীদের জন্য স্পেশালাইজ্‌ড পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কথা বলা হয়। শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বলেন,  কোমলমতি শিক্ষার্থীদের কাছে মাদকবিরোধী স্টিকার বিক্রয়ের বিষয়টি তার জানা নেয়। তবে খোঁজ-খবর নেয়া হবে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন, স্কুলে নামমাত্র মূল্যে বিক্রয় ও বিতরণের জন্য চিঠি দেয়া হয়েছে। কোনো শিক্ষার্থীকে বাধ্য করে টাকা নিলে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে ফ্রিডম ইন্টারন্যাশনাল এন্টি এলকোহল এবং প্রতিভা এডুকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির কো-অর্ডিনেটর ডা. আনোয়ার হোসেন ঢাকা অফিসে চায়ের দাওয়াত দিয়ে এ প্রতিবেদককে জানান, আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে ঘুরে দাঁড়ানোর জন্যই এমন মহৎ উদ্যোগ নিয়েছি। আমাকে আপনারা সহায়তা করুন। এ ছাড়া শুধু চাঁপাই নবাবগঞ্জে নয়, কুমিল্লা ও চট্টগ্রামেও আমাকে প্রশাসন থেকে সহায়তা করা হচ্ছে। সবার সহযোগিতায় আমি মাদক নির্মূলে কাজ করে যেতে চাই।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হাসান বলেন, স্টিকার বিক্রির বিষয়টি প্রথমে আপনার কাছেই শুনলাম। আমি খোঁজ নিচ্ছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর