× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ডার্বি জিতে ফের শীর্ষে ম্যানসিটি

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার

ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার ডার্বি জিতে নিলো ম্যানচেস্টার সিটি। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। এ জয় লিভারপুলকে ১ পয়েন্ট পিছনে ফেলে ফের প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকায় শীর্ষে চলে এলো পেপ গার্দিওলার দল। ম্যানসিটির হয়ে গোল দুটো করেন বার্নাদো সিলভা ও লেরয় সান।

ম্যাচের ৫৪তম মিনিটে জার্মান মিডফিল্ডার ইলকি গানদোয়ানের পাস থেকে বল জালে জড়ান বার্নাদো সিলভা। এর কয়েক মিনিট পর আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর দূরপাল্লার শট গোলপোস্টে লেগে বাইরে চলে যায়। যদিও দ্বিতীয় গোল পেতে বেশি সময় নেয়নি আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। ৬৬তম মিনিটে রহিম স্টার্লিংয়ের বাড়ানো পাস থেকে বল পান লেরয় সান। বাঁ-পায়ের জোরালো শটে সিটিজেনদের স্কোরলাইন ২-০ করেন লেরয় সান।

৩৫ ম্যাচে ৮৯ পয়েন্ট সংগ্রহ করে ম্যানচেস্টার সিটি।
সমান ম্যাচে এক পয়েন্ট কম (৮৮ পয়েন্ট) নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে লিভারপুল। ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে শীর্ষে চারে টিকে থাকা কঠিন হয়ে গেলো ওলে গানার সুলশার দলের। ৩৫ ম্যাচ থেকে ৬৭ পয়েন্ট নিয়ে চারে নম্বরে চেলসি। ৭০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর