× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

নুসরাত হত্যা /খুনিদের বিচার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন

বাংলারজমিন

ফেনী প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৯, শুক্রবার

ফেনীতে নুসরাত হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ফেনীর শর্শদী ও মোহাম্মদ আলী বাজার এলাকায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার শিক্ষার্থী এই মানববন্ধন করে।  ফেনী মোহাম্মদ আলী বাজার এলাকায় সানিডেল প্রিপারেটি হাইস্কুলের শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধন করে। এদিকে একই সময়ে ফেনী সদর উপজেলার শর্শদী বাজার এলাকায় শর্শদী হাইস্কুল, শর্শদী গাল্‌স  হাইস্কুল, আলহাজ জামেয়া ইসলামীয়া দাখিল মাদরাসা কয়েক হাজার শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থী প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে খুনি অধ্যক্ষ সিরাজ উদ্যোলাসহ সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এর আগে গত ৬ই এপ্রিল সকালে নুসরাত আলিমের আরবি পরীক্ষা প্রথমপত্র দিতে গেলে মাদরাসায় দুর্বৃত্তরা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর ১০ই এপ্রিল রাতে মারা যায়। পরদিন ১১ই এপ্রিল বিকালে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর