× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মুক্তিযোদ্ধা কোটা লঙ্ঘনের অভিযোগে মানববন্ধন

বাংলারজমিন

নীলফামারী প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৯, শুক্রবার

 নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহায়ক নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা লঙ্ঘনের অভিযোগে গতকাল মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানরা। ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান’ নীলফামারী জেলা শাখার ব্যানারে শহরের স্মৃতি অম্লান চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া বাতিল এবং যথাযথ ভাবে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের দাবি জানান। মানববন্ধনে বক্তৃতা করেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদীন, সাবেক জেলা কমান্ডার আব্দুল জলিল, সাবেক সদর উপজেলা কমান্ডার শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক কাজী মাহবুবুল হক দোদুল প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৪ই জানুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ে ১৭ জন অফিস সহায়ক নিয়োগে ২ জন বিতর্কিত মুক্তিযোদ্ধার পোষ্যকে চাকরি দেয়া হলেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্তানরা বাদ দেয়া হয়েছে। উল্লেখ্য, বুধবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে একই দাবিতে সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধারা। সম্মেলনে প্রতিটি পদে ১৫ থেকে ২২ লাখ টাকা নিয়ে চাকরি দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল অবেদীন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর