× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থী টাকাসহ আটক

ভারত

কলকাতা প্রতিনিধি
(৪ বছর আগে) মে ১০, ২০১৯, শুক্রবার, ৮:১২ পূর্বাহ্ন

ষষ্ঠ দফা নির্বাচনের ঠিক ৪৮ ঘন্টা আগে পশ্চিমবঙ্গের বিজেপি প্রার্থীর গাড়ি থেকে ১ লক্ষ ১৩ হাজার ৮৯৫ রুপি পাওয়া গিয়েছে বলে পুলিশ অভিযোগ করেছে। বৃহষ্পতিবার রাতে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী ভারতী ঘোষকে এই বিপুল পরিমান টাকা সহ আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টের অন্য একটি মামলায় ভারতী ঘোষকে গ্রেপ্তার করা যাবে না বলে পুলিশ ভারতী ঘোষকে গ্রেপ্তার করেনি। তবে নির্বাচন কমিশন থেকে এ ব্যাপারে জেলার রিটার্নিং অফিসারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, খবর ছিল ভোটারদের টাকা বিলি করতে যাচ্ছেন ভারতী ঘোষ। সেই অনুযায়ী পুলিশকে খবর দেওয়া  হয়েছিল। পুলিশ শুক্রবার রাতে পিংলার কাছে টাকা-সহ ভারতী ঘোষের গাড়ি আটক করে।
গড়াড়িতে সেই সময় প্রার্থী ভারতী ঘোষ নিজেও ছিলেন। সাবেক এই আইপিএস অফিসার ছাড়গ্রামের পুলিশ সুপার ছিলেন। মমতার একসময়ের ঘনিষ্ঠ এই পুলিশ সুপার মতবিরোধের কারণে পুলিশের চাবুরি ছেড়ে দিয়েছিলেন। এরপরেই পশ্চিমবঙ্গ পুলিশ তার বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা করেছে তোরাবাজি ও ভয় দেখিয়ে অর্থ আত্মসাতের। তবে নির্বাচনের কিছুদিন আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। এর তিনি ঘাটোলে বিজেপির প্রার্থী হয়েছেন। এই ঘাটাল কেন্দ্র থেকেই দ্বিতীয়বারের জন্য লড়াই করছেন অভিনেতা দেব। ভারতী ঘোষকে বিজেপি প্রার্থী করার পর থেকেই তৃণমূল কংগ্রেস তাকে ঠেকাতে নানাভাবে বাধা দিয়েছে প্রচারে। এমনকি তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। বিজেপির অভিযোগ, ঘাটালে তাদের প্রার্থী ভারতী ঘোষ যাতে প্রচারে যেতে না পারেন তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সিআইডি এই কাজ করেছে। ভারতী ঘোষের প্রার্থীপদ বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ এনে তারাও নির্বাচন কমিশনে যাচ্ছেন বলে জানিয়েছেন। ভারতী ঘোষ দাবি করেছেন,  ভোটের খরচের জন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলেছিলাম। আর এ বিষয়ে সব নথিপত্রই আমার কাছে আছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, পুরো টাকাটাই তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু পুলিশের সেই দাবি সম্পূর্ণ মিথ্যা। ভারতী বলেন, আমার গাড়ির চালকের কাছে ছিল প্রায় ৫ হাজার টাকা এবং আমার বাকি সঙ্গীদের কাছেও কিছু টাকা ছিল। পুলিশ  সব টাকা একটা ব্যাগে রেখে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। পুলিশ বিস্তারিতভাবে বাজেয়াপ্ত করা টাকার হিসেব সিজার লিস্টে লেখে নি বলেই ভারতীয় ঘোষ সই করেন নি বলে জানিয়েছেন।  রবিবারই ঘাটাল কেন্দ্রের ভোট রয়েছে। তার ঠিক দুদিন আগে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এদিকে শুক্রবার উত্তর ২৪ পরগণার অশোকনগরে এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির টাকা বিলোনো ঠেকাতে রাত পাহারার দাওয়াই দিয়েছেন। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, একজন বিজেপি প্রার্থীর গাড়ি থেকে লক্ষ লক্ষ রুপি পাওয়া গিয়েছে। বাইরে থেকে বাংলায় টাকার বাক্স ছড়ানো হচ্ছে। প্রচার শেষ হলেই টাকা বিলোনো হচ্ছে। বিজেপির টাকা ছড়ানো ঠেকাতে আমাদের রাতপাহাড়া দিতে হবে। পশ্চিমবঙ্গে  টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করছে বিজেপি, এই অভিযোগ অনেকদিন ধরেই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন ফের অভিযোগ করেছেন, নোট বাতিলের টাকা ভোটের প্রচারে খরচ করছে বিজেপি। কেন এত টাকা তারা ভোটে ব্যবহার করবে, সেই প্রশ্নও তুলেছেন মমতা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর