অনলাইন
স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
২০১৯-০৫-১৪
স্ত্রীর সঙ্গে অভিমান করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মো.স্বপ্নীল (২৩) নামের এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপ্নীল ওই এলাকার মোকলেছ হাওলাদারের ছেলে।
স্বপ্নিলের পরিবার জানায়, কয়েক বছর যাবৎ উপজেলার ফেলাবুনিয়া গ্রামের মো.মাসুম মাঝীর মেয়ে মোসা.পাখির সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল স্বপ্নীলের। বছর দুয়েক আগে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের সম্পর্কের অবনতি ঘটে। সংসারে লেগে থাকে কলোহ। প্রায়ই জড়ায় ঝগড়ায়। এরইমধ্যে গত শনিবার দুজনের মধ্যে তুমুল ঝগড়াবাঁধে। ঝগড়া করে স্ত্রী পাখি তার ছয় মাস বয়সী ছেলেকে নিয়ে চলে যায় বাপের বাড়িতে। মোবাইল ফোনে স্ত্রীকে নিজের বাড়িতে আসতে বলেন স্বপ্নীল। বারবার বলার পরেও না আসায় অভিমান করে সোমবার রাতে ঘরে থাকা কিটনাশক পান করে অত্মহত্যা করেন স্বপ্নীল।
রাঙ্গাবালী থানা অফিাসার ইনচার্জ মো.আলী আহম্মেদ জানান, নিহত’র মরদেহ উদ্ধার করে মায়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়ছে।
স্বপ্নিলের পরিবার জানায়, কয়েক বছর যাবৎ উপজেলার ফেলাবুনিয়া গ্রামের মো.মাসুম মাঝীর মেয়ে মোসা.পাখির সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল স্বপ্নীলের। বছর দুয়েক আগে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের সম্পর্কের অবনতি ঘটে। সংসারে লেগে থাকে কলোহ। প্রায়ই জড়ায় ঝগড়ায়। এরইমধ্যে গত শনিবার দুজনের মধ্যে তুমুল ঝগড়াবাঁধে। ঝগড়া করে স্ত্রী পাখি তার ছয় মাস বয়সী ছেলেকে নিয়ে চলে যায় বাপের বাড়িতে। মোবাইল ফোনে স্ত্রীকে নিজের বাড়িতে আসতে বলেন স্বপ্নীল। বারবার বলার পরেও না আসায় অভিমান করে সোমবার রাতে ঘরে থাকা কিটনাশক পান করে অত্মহত্যা করেন স্বপ্নীল।
রাঙ্গাবালী থানা অফিাসার ইনচার্জ মো.আলী আহম্মেদ জানান, নিহত’র মরদেহ উদ্ধার করে মায়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়ছে।