× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

১০ কোটি ডলার চুরি করা আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ গ্রেপ্তার

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) মে ১৭, ২০১৯, শুক্রবার, ৯:১৪ পূর্বাহ্ন

 ম্যালওয়ার ব্যবহার করে বিশ্বজুড়ে কয়েক হাজার মানুষের কাছ থেকে ১০ কোটি মার্কিন ডলার চুরি করা আন্তর্জাতিক হ্যাকার দলকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ দেশের মধ্যে সম্মিলিতভাবে চালানো একটি তদন্তে দলটির এক ডজনের বেশি সদস্যকে গ্রেপ্তার করা হয়। বৃহসপতিবার ইউরোপিয়ান পুলিশ সংস্থা ইউরোপুলের সদর দপ্তর দ্য হ্যাগে এই তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশিত হয়। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র, বুলগেরিয়া, জর্জিয়া, মলদোভা ও ইউক্রেনের পুলিশ বাহিনীর মধ্যে এক সম্মিলিত তদন্তে দলটির সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে গ্রেপ্তার করা হয়েছে ১০ সদস্যকে। পালিয়ে বেড়াচ্ছে আরো পাঁচ রুশ নাগরিক। ধারণা করা হচ্ছে, তাদের একজনই অর্থ চুরিতে ব্যবহৃত ম্যালওয়ারটি তৈরি করেছে। এ ছাড়া দলটির নেতা ও কারিগরি সহায়ক গ্রেপ্তার হয়েছেন জর্জিয়ায়।
সেখানে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ গঠন করা হয়েছে। অপর এক সদস্য, যার কাজ ছিল ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা, তাকে বুলগেরিয়া থেকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা হয়েছে। আরো এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে মলদোভায়।

উল্লেখ্য, হ্যাকার দলটি এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষের কাছ থেকে অর্থ চুরি করেছে।
হ্যাকার দলটি ‘গজনিম’ নামের একটি ম্যালওয়ার ব্যবহার করে বিভিন্ন কমিপউটারে সাইবার হামলা চালাতো। সেখান থেকে ব্যবহারকারীর ব্যাংকিং তথ্য চুরি করে নিতো। দলটির সদস্যরা বিভিন্ন অনলাইন ফোরামে নিজেদের দক্ষতা জাহির করতো। সেসব ফোরাম থেকে পরিচয়ের মাধ্যমে এই হ্যাকার গ্রুপ তৈরি হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর