× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

আমতলীতে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

দেশ বিদেশ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
১৮ মে ২০১৯, শনিবার

 বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী বাজার সংলগ্ন স্থানে সিডরের ত্রাণের ঘর দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম ও বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার সকালে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী বাজার সংলগ্ন স্থানে শ্রীকৃষ্ণ মিস্ত্রি ঘূর্ণিঝড় সিডরে ত্রাণের একটি ঘর পায়। ২০০৯ সালে ওই ঘর গোপাল মালির কাছে স্ট্যাম্পে লিখিত দিয়ে এক লাখ বিশ হাজার টাকায় বিক্রি করে। শ্রীকৃষ্ণ মিস্ত্রি ওই জমি বিক্রি করে এলাকা থেকে ঢাকায় চলে যান। ওই ঘরে গোপাল মালি গত ১০ বছর ধরে বসবাস করে আসছে। এদিকে শ্রীকৃষ্ণ মিস্ত্রি গোপনে ২০১২ সালে ওই ঘর একই এলাকার আবদুল মন্নান মৃধার কাছে কোর্টে এ্যাফিডেভিট দিয়ে আশি হাজার টাকায় বিক্রি করে।
শুক্রবার সকালে ওই ঘর দখল করতে যায় মন্নান মৃধাসহ তার লোকজন। এতে বাধা দেয় গোপাল মালি ও তার লোকজন। এ সময় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দু’পক্ষের নারীসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ফাতেমা (১৪), নুরুন্নাহারকে (৪০) বরিশাল শেবাচিম হাসপাতালে এবং মিনতি রানী (৪০), ইন্দোজিত মালি (৬০), রাধা রানি (২৩), পূর্ণিমা রানী (১৪), অন্তরা রানী (২০), পলকি রানীকে (১৬) বরগুনা জেনারেল হাসপাতালে এবং আসমা (২৫), ইব্রাহিম ও আবুল হোসেনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, গুরুতর আহত ফাতেমা ও নুরুন্নাহারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর তিনজনকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর