× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বগুড়ায় সাত দিনে আট খুন

দেশ বিদেশ

প্রতীক ওমর, বগুড়া থেকে
১৮ মে ২০১৯, শনিবার

 বগুড়ায় সাত দিনে ৮ খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে চারজন নারী এবং তিনজন যুবক রয়েছে। বুধবার রাতে নামুজায় স্বামীর হাতে স্ত্রী, একই দিনে বগুড়ার সান্তাহার লোকো কলোনিতে ছুরিকাঘাতে কাজল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। ১৪ই মে মঙ্গলবার সকালে বগুড়ার মোকামতলায় মামিকে হত্যার পর ভাগ্নের লাশ উদ্ধার, ওই দিন দুপুরে বগুড়া সদরের চেলোপাড়া এলাকায় শয়ন কক্ষে গুলি করে যুবককে খুন হয়েছে। পরের দিন ১৩ই মে সোমবার সকালে নন্দীগ্রামে স্বামীর হাতে স্ত্রী এবং বগুড়া শহরের পুলিশ সুপার বাংলো লেনে শয়ন কক্ষে অপর আরো এক গৃহবধূ খুনের শিকার হয়েছেন। এর আগে ৯ই মে ধুনটে দুর্বৃত্তের হাতে যুবক খুনের ঘটনা ঘটে। হঠাৎ বেড়ে যাওয়া খুনের ঘটনায় সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছে। তবে পুলিশের পক্ষ থেকে বরাবরের মতই বলা হচ্ছে এসব বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি।
বরং বলা হচ্ছে এসব ঘটনা পরকীয়া এবং ব্যক্তিগত শত্রুতার রেশ ধরেই ঘটেছে।
১৫ই মে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা: বগুড়ায় যৌতুকের জন্য সাবিরা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাব্বির হোসেনের বিরুদ্ধে। ঘটনাটি বগুড়া সদর উপজেলার নামুজা বগারপাড়া গ্রামের। বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, নামুজা বগারপাড়া গ্রামের সেকেন্দার মহুরির ছেলে সাব্বির হোসেন তার প্রথম স্ত্রীকে এক বছর আগে তালাক দেয়। পরে একই গ্রামের খসরু মিয়ার মেয়ে সাবিরা বেগমকে বিয়ে করেন। বিয়ের সময় কোনো যৌতুক দেয়ার কথা না থাকলেও জামাইকে চাকরির জন্য টাকা দিয়ে সহযোগিতা করার কথা ছিল। সেই টাকার জন্য প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।
একই দিনে ছুরিকাঘাতে যুবক খুন: একই দিনে বগুড়ার সান্তাহার লোকো কলোনিতে ছুরিকাঘাতে কাজল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। কাজল স্থানীয় শহীদুল ইসলামের ছেলে। ১৫ই মে রাতে তারাবি নামাজ শেষে প্রতিপক্ষ এক যুবকের সঙ্গে তুচ্ছ ঘটনায় কথাকাটাকাটির একপর্যায়ে কাজলকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হলে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
১৪ই মে মামি-ভাগ্নের লাশ উদ্ধার: শিবগঞ্জে মামিকে হত্যা করে আত্মহত্যা করেছে ভাগ্নে। মামি অনৈতিক সম্পর্কে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার ভাগকোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামি আলেয়া বেগম (৩৫) ভাগকোলা গ্রামের দিনমজুর সাইদুর রহমানের স্ত্রী। ভাগ্নে আপেল (২০) পার্শ্ববর্তী টেপাগাড়ী গ্রামের আজাহার আলীর ছেলে। মোকামতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম জানান, আপেল পেশায় কাঠমিস্ত্রির কাজ করে। ছোট বেলা থেকে আপেল নানা তোজাম্মেল হোসেনের বাড়িতে বসবাস করে। দীর্ঘ দিন ধরে মামা সাইদুর রহমানের দ্বিতীয় স্ত্রী আলেয়ার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়ে আসছিল ভাগ্নে আপেল। তিনমাস আগে সুযোগ বুঝে আপেল তার মামি আলেয়ার ঘরে প্রবেশ করে অনৈতিক কর্মকাণ্ডের চেষ্টা করে। ঘটনাটি মামি আলেয়া তার স্বামীকে জানালে এ নিয়ে গ্রামে সালিশ বৈঠক হয়। ওই সময়ে এ বিষয়ে আপেলকে সতর্ক করে দেয়া হয়। কিন্তু নিষেধাজ্ঞার পরও কিছুদিন ধরে আপেল তার মামি আলেয়াকে অনৈতিক কার্যকলাপের প্রস্তাব দিচ্ছিল। ঘটনার দিন সকালে বাড়ির লোকজন যে যার কাজে চলে যায়। সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উঠানের পাশে টিউবওয়েল পাড়ে মামি আলেয়ার রক্তাক্ত লাশ পাওয়া যায়। এরপর ভাগ্নে আপেলকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পাশে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের একটি কক্ষে ভাগ্নে আপেলের রক্তাক্ত লাশ দেখে স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
একই দিনে শয়ন কক্ষে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন: বগুড়া শহরের চেলোপাড়ায় শয়ন কক্ষে দুর্বৃত্তের গুলিতে পাভেল (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। ঘটনার দিন দুপুরে শহরের দক্ষিণ চেলোপাড়ায় খুনের ঘটনা ঘটে। নিহত পাভেল দক্ষিণ চেলোপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে পাভেল খুন হয় বলে স্থানীয়দের ধারণা। ঘটনার পর পরই নিহত পাভেলের ভগ্নিপতি আবু বক্করকে পু্ি‌লশ আটক করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১৩ই মে নন্দীগ্রামে নববধূ খুন: পরকীয়ায় বাধা দেয়ায় ফারজানা (১৫) নামের এক কিশোরী নববধূ স্বামীর হাতে খুনের শিকার হয়েছে। নন্দীগ্রাম উপজেলার আগাপুর গ্রামের আবুল কালামের কিশোরী মেয়ে ফারজানার একমাস আগে বিয়ে হয় পার্শ্ববর্তী পারশুন গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে রকি হোসেনের সঙ্গে। রকির পরকীয়া দেখে ফেলায় স্ত্রী তাকে বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে ফারজানাকে হত্যা করে রকি।
একই দিনে শয়ন কক্ষে নারী খুন: বগুড়ায় নিজ ঘরে খুন হয়েছেন জিন্নাত ফারজানা এলমা (৪২) নামের এক নারী। ঘরে কেউ না থাকায় দুর্বৃত্তরা কৌশলে উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে খুন করে। ১৩ই মে সোমবার বিকালে বগুড়া শহরের মালতীনগর এসপি বাংলো লেনে এই খুনের ঘটনা ঘটে। সন্ধ্যার পর পুলিশ মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আলহাজ্ব মকবুল হোসেন মুকুলকে থানায় নেয়।
৯ই মে ধুনটে যুবককে কুপিয়ে হত্যা: ধুনটে নৌকার বৈঠা ভাঙ্গাকে কেন্দ্র করে সফিজ উদ্দিন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ৯ই মে বৃহস্পতিবার রাত ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সফিজ উদ্দিন ভাণ্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের দিনমজুর আশরাফ আলীর ছেলে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, এসব খুনের ঘটনা একেবারেই ব্যক্তিগত। শয়ন কক্ষে খুনের শিকার হলে পুলিশের তেমন কিছু করার থাকে না। তিনি এসব খুনের ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি উল্লেখ করে বলেন, পুলিশ এসব হত্যাকাণ্ডের মূল ঘটনা অচিরেই উদ্‌ঘাটন করবে। এদিকে বগুড়ার সাধারণ মানুষ এসব খুনের ঘটনায় অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছে। গেল এপ্রিল মাসের ২৭ তারিখে এক দিনে চার খুনের ঘটনা ঘটেছিল বগুড়ায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর