× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ম্যানসিটিতে ‘লড়াই’ করেও খুশি মাহরেজ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০১৯, শনিবার

একাদশে নিয়মিত না খেলতে পেরেও খুশি ম্যানচেস্টার সিটির সবচেয়ে দামি খেলোয়াড় রিয়াদ মাহরেজ। রোববার ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোল পান ২৮ বছর বয়সী এই আলজেরিয়ান উইঙ্গার। গত মৌসুমে লেস্টার সিটি থেকে ক্লাবের রেকর্ড চুক্তি ৬০ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে নাম লিখান রিয়াদ মাহরেজ। আর এবার শিরোপা জয় শেষে মাহরেজ বলেন, ‘ আমি এখানে খুশি। এমন নয় যে, আমি নিয়মিত খেলছি না তাই আমি অন্যকোথাও চলে যাবো। এটা খেলারই অংশ।’ চলতি মৌসুমে প্রিমিয়ার লীগে সিটিজেনদের হয়ে ২৭ ম্যাচ খেলেছেন রিয়াদ মাহরেজ। দলের শুরুর একাদশে খেলেছেন মাত্র ১৪ ম্যাচ। নিয়মিত একাদশে জায়গা করে নিতে রাহিম স্টর্লিং ও লেরয় সানের সঙ্গে বেশ লড়াই করতে হচ্ছে এই আলজেরিয়ান উইঙ্গারকে।
সিটির হয়ে ৭ গোল ও ৪ অ্যাসিস্ট মাহরেজের। প্রিমিয়ার লীগের মৌসুম শেষে মাহরেজ বলেন, ‘আমি দলকে ছেড়ে যাচ্ছি না। এটা করা সহজ। কিন্তু আমার যোগ্যতা নিয়ে আমি আত্মবিশ্বাসী। এবং আগামী মৌসুমেও থাকবো। আমি লীগটা সর্ম্পকে জানি। আমি এখানে অনেক কিছুই করেছি।’ ২০১৫-১৬ মৌসুমে লেস্টার সিটির হয়ে বর্ষসেরা ফুটবলারের খেতাব জেতেন রিয়াদ মাহরেজ। সেবার শিরোপা জেতে তার দল লেস্টার সিটি। ম্যানচেস্টার সিটিতে নিজের প্রথম মৌসুমেই শিরোপার স্বাদ পেলেন মাহরেজ। তিনি বলেন, ‘এটা বড় অর্জন, কিন্তু আমরা আমাদের প্রতিপক্ষ লিভারপুলকে  কৃতিত্ব দিতে চাই। তারাও অসাধারণ দল। লিভারপুল শিরোপা জয়ের দাবিদার। তবে, তাদের চাইতে আমরা একটু ভালো। আমাদের সংগ্রহ ৯৮ পয়েন্ট এবং তাদের সংগ্রহ ৯৭ পয়েন্ট। এটা অসাধারণ।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর