× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

শেষ দিনের রোমাঞ্চে বুন্দেসলিগা

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০১৯, শনিবার

জার্মান বুন্দেসলিগায় শেষ দিনের রোমাঞ্চ। শিরোপা জিতবে কোন দল, শেষ চারে থাকবে কারা কারা- সবই নির্ধারণ হচ্ছে আজ। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টানা সপ্তম লীগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বায়ার্ন মিউনিখ। শেষ ম্যাচে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে কেবল ড্র করলেই চলবে তাদের। ৭২ পয়েন্ট থাকায় বরুসিয়া ডর্টমুন্ডের সম্ভাবনাও অটুট। ২০১১-১২ মৌসুমে শেষবার বুন্দেসলিগা জিতেছিল দলটি। প্রায় এক দশকের আক্ষেপ ঘুচাতে প্রতিপক্ষ বরুসিয়া ম’গ্লাডবাচের মাঠে জয় ও ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে বায়ার্নের হার কামনা করতে হবে ডর্টমুন্ডকে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলা নিশ্চিত আরবি লাইপজিগের।
৬৬ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে। তবে চতুর্থ স্থানের জন্য শেষ দিনে ম’গ্লাডবাচ, বায়ার লেভারকুসেন ও ফ্রাঙ্কফুর্টের মধ্যে লড়াই হবে। সমান ৫৫ পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে লেভারকুসেন ও ম’গ্লাডবাচ। এক পয়েন্ট কম নিয়ে ছয়ে ফ্রাঙ্কফুর্ট। তবে গোল ব্যবধানে বাকি দু’দলের চেয়ে এগিয়ে আছে তারা।
বুন্দেসলিগায় রেকর্ড ২৮ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। গত ৬ মৌসুমে একক আধিপত্য দেখিয়ে শিরোপা জেতে তারা। এবার তাদের আধিপত্য ছিল না। মৌসুমের বেশ লম্বা সময় ধরে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল ডর্টমুন্ড। কিন্তু  গত মাসে ডার ক্লাসিকে ডর্টমুন্ডকে ৫-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষে উঠে বায়ার্ন। লীগ শিরোপাটা তারা গত ম্যাচেই নিশ্চিত করে ফেলতে পারত। আরবি লাইপজিগের সঙ্গে গোলশূন্য ড্র করায় তা হয়নি। ওই দিন ফরচুনা ডুসেলডর্ফকে ৩-২ গোলে হারিয়ে আশা জিইয়ে রাখে ডর্টমুন্ড। দলটির কোচ লুসিয়ে ফাভরে বলেন, ‘শেষ দিনে লীগ নিষ্পত্তি হচ্ছে, এটা বুন্দেসলিগার জন্য ভালো। যেকোনো কিছুই ঘটতে পারে। তবে আমি নিজেদের সম্ভাবনার ব্যাপারে কিছু বলতে চাইনা। আমাদের কেবল ম্যাচে মনোযোগ দেয়া উচিৎ।’ ম’গ্লাডবাচের বিপক্ষে বুন্দেসলিগায় শেষ ৭ ম্যাচেই জয় দেখেছে ডর্টমুন্ড। অপরদিকে, ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে শেষ ১৫ ম্যাচে হারেনি বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুমে বুন্দেসলিগার সর্বাধিক গোলদাতার তালিকায় শীর্ষে বায়ার্নের পোলিশ তারকা রবার্ট লেভানদোস্কি। ২২ গোল করেছেন তিনি। ১৮ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ডর্টমুন্ডের স্প্যানিয়ার্ড তারকা পাকো আলকাসার। তৃতীয় স্থানে ফ্রাঙ্কফুর্টের লুকা ইয়োভিচ। তিনি করেছেন ১৭ গোল।
বুন্দেসলিগা তালিকা
দল    ম্যাচ    জয়    ড্র    হার    গোল    পয়েন্ট
বায়ার্ন    ৩৩    ২৩    ৬    ৪    ৮৩/৩১    ৭৫
ডর্টমুন্ড    ৩৩    ২২    ৭    ৪    ৭৯/৪৪    ৭৩
লাইপজিগ    ৩৩    ১৯    ৯    ৫    ৬২/২৭    ৬৬
ম’গ্লাডবাচ    ৩৩    ১৬    ৭    ১০    ৫৫/৪০    ৫৫
লেভারকুসেন    ৩৩    ১৭    ৪    ১২    ৬৪/৫১    ৫৫
ফ্রাঙ্কফুর্ট    ৩৩    ১৫    ৯    ৯    ৫৯/৪৩    ৫৪
* পয়েন্ট টেবিলের সেরা ৪ দল সরাসরি চ্যাম্পিয়ন্স লীগ
* পঞ্চম স্থানে থাকা দল ইউরোপা লীগ ও ষষ্ঠ স্থানে থাকা দল খেলবে ইউরোপা লীগ প্লে-অফ
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর