× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কোপা আমেরিকা ২০১৯ / ব্রাজিল দলে চমক নেরেস-মিলিতাও

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০১৯, রবিবার

কোপা আমেরিকা ফুটবল আসরে আটবার শিরোপা জিতেছে ব্রাজিল। তবে শেষ ১২ বছরে এ শিরোপার স্বাদ পায়নি তারা একবারও। সর্বশেষ জিতেছে সেই ২০০৭ সালে। এবার ঘরের মাঠে কোপা আমেরিকা আসরে তাই ব্রাজিলের চ্যালেঞ্জটা আলাদা। ব্রাজিলে আগামী ১৪ই জুন পর্দা উঠছে আমেরিকা ফুটবল আসরের। আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট কোপা আমেরিকার এটি ৪৬তম আসর। আসরের ফাইনাল আগামী ৭ই জুলাই। আসর সামনে রেখে শুক্রবার দল ঘোষণা করেন ব্রাজিলি জাতীয় দলের কোচ লিওনার্দো বাচ্চি তিতে।
যথারীতি নেইমারকে কেন্দ্র করেই দলের আক্রমণ সাজিয়েছেন ব্রাজিল কোচ। ব্রাজিল দলে সুযোগ পাননি ইংলিশ ক্লাব চেলসির মিডফিল্ডার উইলিয়ান, টটেনহ্যাম হটস্পার উইংগার লুকাস মউরার মতো তারকারা। এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে আয়াক্স আমস্টারডামের বিপক্ষে দূর্দান্ত হ্যাটট্রিক করেন লুকাস। আর ম্যাচে ৩-২ গোলে জয় নিয়ে (৩-৩ অ্যাগ্রিগেট) ফাইনালের টিকিট কাটে টটেনহ্যাম। কোপা আমেরিকার শেষ দুই আসরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অর্জনটা নগন্যই। আসরের শতবর্ষপূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে আয়োজিত কোপা আমেরিকা সেন্টেনারিওতে গ্রুপ পর্ব থেকেই তল্পিতল্পা গুটিয়েছিল ব্রাজিলিয়ানরা। ব্রাজিলকে পেছনে ফেলে ‘বি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের কৃতিত্ব দেখায় পেরু ও ইকুয়েডর। আগের বছর চিলিতে আয়োজিত কোপা আমেরিকা আসরে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হার নিয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় ব্রাজিল। ব্রাজিলের মূল স্কোয়াডে যথারীতি জায়গা পেয়েছেন এবারের ইংলিশ প্রিমিয়ার লীগে গোল্ডেন গ্লাভস পুরস্কারজয়ী গোলরক্ষক লিভারপুলের অ্যালিসন বেকার। সঙ্গে রয়েছেন এবারের প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন  মোরায়েস। ২৩ জনের এই স্কোয়াডে ডিফেন্ডার আছেন আটজন। এডার মিলিতাওয়ের জন্য আরেক সুসংবাদ।  সদ্য শেষ হওয়া মৌসুমে এফসি পোর্তোর হয়ে দুর্দান্ত নৈপুণ্যে দেখান মিলিতাও। আর কিছুদিন আগে তিনি নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদ ক্লাব।  এবার কোপা আমেরিকার ব্রাজিল দলে জায়গা করে নিলেন তরুণ এ সেন্টার ব্যাক।  আয়াক্স আমস্টারডামের জার্সি গায়ে স্বপ্নের মতো এক মৌসুম কাটানো ডেভিড নেরেস আছেন দলে। তবে জায়গা পাননি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার তরুণ দুই ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যালকম।
ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন মোরায়েস (ম্যানচেস্টার সিটি), ক্যাসিও (করিন্থিয়ানস)। ডিফেন্ডার: মার্কিনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (পিএসজি), মিরান্ডা (ইন্টার মিলান), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ/পোর্তো), দানি আলভেস (পিএসজি), ফাগনার (করিন্থিয়ানস), ফিলিপে লুইস (অ্যাটলেটিকো মাদ্রিদ), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস)। মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), লুকাস পাকেতা (এসি মিলান), অ্যালান (নাপোলি), ফার্নান্দিনহো (ম্যানচেস্টার সিটি), আরতুর মেলো (বার্সেলোনা)। ফরোয়ার্ড: রবার্তো ফিরমিনো (লিভারপুল), নেইমার জুনিয়র (পিএসজি), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), ডেভিড নেরেস (আয়াক্স), রিচার্লিসন (এভারটন), ফিলিপ্পে কুটিনহো (বার্সেলোনা), এভারতন  (গ্রেমিও)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর