× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি আবাহনী-বসুন্ধরা

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৯ মে ২০১৯, রবিবার

বাংলাদেশ প্রিমিয়ার লীগের প্রথম পর্বে অপরাজিত থেকেই বিরতিতে যায় নবাগত  বসুন্ধরা কিংস। পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করেও স্বস্তিতে ছিল না ক্লাবটি। শীর্ষস্থান ধরে রেখে চ্যাম্পিয়ন হতে হলে বেশি বেশি গোল চাই বসুন্ধরা কিংসের। তাইতো স্প্যানিশ ডিফেন্ডার জর্জ গটর ব্লাসকে ছেড়ে দিয়ে গোল মেশিন কিনে এনেছে দলটি। যার নাম উইলিস প্লাজা। ভারতীয় ক্লাব চার্চিল ব্রাদার্সের জার্সি গায়ে আই লীগে ২০ ম্যাচে একটি হ্যাটট্রিকসহ ২১ গোল করেছেন ৩১ বছর বয়সী এ স্ট্রাইকার। তাকে নিয়ে আজ আবাহনীর সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেয়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গণে ঐতিহ্যবাহী দল ঢাকা আবাহনী।
দেশের ফুটবলাঙ্গনে দাপটের সঙ্গেই যাদের বিচরণ। প্রিমিয়ার ফুটবল লীগের সেরা দলও তারাই। দশ আসরের ছয়টিতেই শিরোপা জিতে নিয়েছে ঢাকার আকাশী নীল শিবির। সম্প্রতি এএফসি কাপে নিজেদের মাঠে চেন্নাইন এএফসিকে হারিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলার আশা জিইয়ে রেখেছে দলটি। বাংলাদেশ প্রিমিয়ার লীগেও শিরোপা দৌঁড়ে টিকে রয়েছে ঢাকা আবাহনী। দলটির নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে সিজুবা ১০ গোল করে আছে গোলদাতার তালিকায় শীর্ষে। গোলদাতাদের তালিকায় নিজেকে উচ্চতায় তুলে নিতে লড়াই করছেন নাবীব নেওয়াজ জীবন। ইতিমধ্যে নয় গোল করেছেন দেশের অন্যতম এই সেরা স্ট্রাইকার। গোলের দেখা পেয়েছেন মিডফিল্ডার মামুনুল ইসলামও। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি কাপের ফিরতি লেগে তার গোলেই চেন্নাইন এফসির বিপক্ষে জয় পায় আবাহনী। আজ এই তারকা জ্বলে উঠলে বিপদেই পড়তে পারে বসুন্ধরা কিংস।  অন্যদিকে চলমান প্রিমিয়ার লীগে একেবারেই নবাগত বসুন্ধরা। কিন্তু মাঠের লড়াইয়ে তা বুঝার কোনো উপায় নেই। দেশ-বিদেশের এক ঝাঁক তারকা ফুটবলার এনে হইচই ফেলে দিয়েছে। ময়দানী লড়াইয়েও শক্তির দাপট দেখাচ্ছেন তারা। দলের আক্রমণভাগে রয়েছেন রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকার হয়ে খেলা ড্যানিয়েল কলিন্দ্রেস। গোল করতে জুড়ি নেই স্থানীয় ফরোয়ার্ড মতিন মিয়ারও। রয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াস দ্য কস্তা। লীগে বেশ ক’টি সুযোগ সন্ধানী গোলও রয়েছে তার। উজবেকিস্তানের বখতিয়ার, কোস্টারিকার উইলিস প্লাজা ও স্থানীয় মাহবুবুর রহমান সুফিলও জ্বলে উঠছেন নিয়মিত। এদের নিয়ে ময়দানী লড়াইয়ে এগিয়েও বসুন্ধরা কিংস। লীগের প্রথম দেখায় ঢাকা আবাহনীকে বিধ্বস্ত করে ছেড়েছিল তারা। ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছিল বসুন্ধরা। যেখানে অবদান ছিল নাসির উদ্দিন চৌধুরী, মতিন মিয়া ও ড্যানিয়েল কলিন্দ্রেসের। আজ কি হবে? এনিয়ে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, ‘আবাহনী জেতার জন্যই মাঠে নামে। প্রথম লেগে কি হয়েছে তা আমলে নিচ্ছি না। কাল (আজ) জেতার জন্যই আমরা খেলবো।’ অন্যদিকে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘প্রথম লেগে জিতেছিলাম। ফিরতি দেখায়ও জয় নিয়ে মাঠ ছাড়তে চাই। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে ছেলেরা।’ লীগে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে সবার উপরে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঢাকা আবাহনী। আজ বসুন্ধরা কিংসকে হারাতে পারলে ব্যবধান কমে আসবে বর্তমান চ্যাম্পিয়নদের। গুরুত্বপূর্ণ এ ম্যাচে আবাহনীর ব্যবধান কমবে নাকি আরো এগিয়ে যাবে বসুন্ধরা। সেটাই এখন দেখার বিষয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর