× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শেখ হাসিনা শিক্ষার আলোয় দেশকে উদ্ভাসিত করছেন: মতিয়া

দেশ বিদেশ

শেরপুর প্রতিনিধি
১৯ মে ২০১৯, রবিবার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, শিক্ষা ছাড়া মানুষের জীবনের পরিপূর্ণতা আসে না। আমরা যদি উন্নতির চরম শিখরে পৌঁছতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি গতকাল বিকালে শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা ইউনিয়নের পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে থ্রি-পিস ও গরিব, দুস্থ-অসহায় মহিলাদের মাঝে শাড়ি কাপড় বিতরণকালে ওইসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার আলোয় দেশকে উদ্ভাসিত করছেন। এজন্য তিনি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের পাশাপাশি শিক্ষা সহায়তা ফান্ড গঠন করেছেন। সেখান থেকে গরিব, মেধাবী মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায় না।
গাধা গাধাই থাকে, আর ঘোড়া ঘোড়াই থাকে। সুতরাং শিক্ষার মানোন্নয়ন প্রয়োজন। শিক্ষার মানোন্নয়ন না হলে আমরা আগামী দিনে পৃথিবীতে টিকতে পারবো না। কাজেই শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, আপনারা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যেন তিনি আরো সুন্দরভাবে দেশটাকে সাজাতে পারেন। এদিন মতিয়া চৌধুরী নিজ তহবিল থেকে নকলা উপজেলার ৫০৬ জন মেধাবী শিক্ষার্থীকে থ্রিপিস ও ২ হাজার অসহায় দুস্থদের মাঝে উপহারসামগ্রী হিসেবে শাড়ি বিতরণ করেন। ওই সময় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর