× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

মিরাকল!

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) মে ১৯, ২০১৯, রবিবার, ১০:২৩ পূর্বাহ্ন

পর্যবেক্ষকরা বলছেন মিরাকল। অলৌকিক ঘটনা। স্কট মরিসনও বলছেন মিরাকল। অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে সত্যিই যেন অলৌকিক এক ঘটনা ঘটে গেছে। কেউই বিশ্বাস করতে পারেন নি, সেখানে নতুন করে নির্বাচিত হবে প্রধানমন্ত্রী স্কট মরিসনের ক্ষমতাসীন জোট। কিন্তু তাই হতে যাচ্ছে এমনটা আন্দাজ করতে পেরে স্বয়ং স্কট মরিসনই বলে দিয়েছেন, তিনি সব সময়ই মিরাকলে বিশ্বাসী। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তার ক্ষমতাসীন লিবারেল ন্যাশনাল কোয়ালিশন যখন সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছিল তখন তিনি এ মন্তব্য করেন। অন্যদিকে বিরোধী দল লেবার পার্টির নেতা বিল শর্টেন পরাজয় স্বীকার করে নিয়েছেন।
তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এর আগে বুথফেরত জরিপ বলেছিল, ৬ বছরের মধ্যে প্রথমবারের মতো সামান্য ব্যবধানে বিজয়ী হবে লেবার পার্টি। এরপরই চূড়ান্ত ফল আসা শুরু হয়। তবে পূর্ণাঙ্গ চূড়ান্ত ফল পেতে আরো দেরি হতে পারে। এরই মধ্যে মোট শতকরা ৭০ ভাগের বেশি ভোট গণনা করা হয়েছে। তাতে স্কট মরিসনের কোয়ালিশন বিজয়ী হয়েছে অথবা এগিয়ে আছে ৭৪ আসনে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৭৬ আসন। অন্যদিকে লেবার পার্টি জয়ী হয়েছে অথবা এগিয়ে আছে ৬৬ আসনে। শনিবার দেশটির পার্লামেন্টের নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদের সব আসন এবং উচ্চকক্ষ সিনেটে অর্ধেকের বেশি আসনে ভোট হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর