× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

দুর্নীতি: অস্ট্রিয়ায় আগাম নির্বাচন

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) মে ১৯, ২০১৯, রবিবার, ১০:৫৬ পূর্বাহ্ন

দুর্নীতি কেলেঙ্কারিতে ভাইস চ্যান্সেলর হেইঞ্জ ক্রিশ্চিয়ান স্ট্রাচে পদত্যাগ করার পর আগাম নির্বাচন ঘোষণা করেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। স্ট্রাচের উগ্র ডানপন্থি ফ্রিডম পার্টির সঙ্গে সেখানে সরকার গঠন করেছে সেবাস্তিয়ান কুর্জের মধ্য-ডানপন্থি পিপলস পার্টি। কিন্তু এই সরকারে ছন্দপতন ঘটে, যখন স্ট্রাচের একটি গোপন ভিডিও প্রকাশ পায়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

ওই ভিডিওতে তাকে দেখা যায়, রাশিয়ান একজন বিনিয়োগকারীর সঙ্গে তার সরকারের চুক্তি নিয়ে আলোচনা করছেন স্ট্রাচে। এর মাধ্যমে তাকে প্রচারণায় সুবিধা দেয়ার কথা বলা হয় রাশিয়াকে। ফলে তার এমন কর্মকা-কে ‘টিনেজার’সুলভ বলে আখ্যায়িত করছেন অনেকে। কেউ কেউ তার আচরণকে ‘স্টুপিড’ ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও আখ্যায়িত করছেন।
এসব কারণে স্ট্রাচে সরকারের বড় ধরণের ক্ষতি করে ফেলেছেন বলে তাকে পদত্যাগ করতে হয়েছে।

এ নিয়ে সেবাস্তিয়ান কুর্জ বলেছেন, প্রজাতন্ত্রের প্রেসিডেন্টকে আমি সুপারিশ করেছি নতুন নির্বাচন দিতে। তা যত তাড়াতাড়ি সম্ভব। যে ভিডিও প্রকাশ পেয়েছে তাতে সততার সঙ্গে আমাকে বলতেই হবে- যথেষ্ট হয়েছে। ওই ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ হলো ক্ষমতার অপব্যবহার, আয়করদাতাদের অর্থের অপব্যবহার, দেশের মিডিয়ার অপব্যবহার। তার এমন সুপারিশের জবাবে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্দার ভ্যানডার বেলেন বলেছেন, স্ট্রাচে পদত্যাগ করার পর আগাম নির্বাচন জরুরি হয়ে পড়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর