× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আর্নল্ড সোয়ার্জেনেগারকে লাথি মারলো যুবক

এক্সক্লুসিভ

মানবজমিন ডেস্ক
২০ মে ২০১৯, সোমবার

দক্ষিণ আফ্রিকায় একটি অনুষ্ঠানে আক্রমণের শিকারে পরিণত হয়েছেন হলিউডের শক্তিধর অভিনেতা, ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড সোয়ার্জেনেগার (৭১)। তিনি একটি অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় পেছন থেকে এক ব্যক্তি উড়ে এসে তাকে ‘ফ্লাইং কিক’ বা উড়ন্ত লাথি মারে। সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করেন নিরাপত্তা রক্ষাকারীরা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

সঙ্গে ওই হামলার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যায়, বেত-লাফানো খেলার একটি অনুষ্ঠান। সেখানে সাদা টপস পরে এক যুবতী স্কিপিং বা বেত লাফানো চর্চা করছেন।
ঘটনাটি ঘটেছে সোয়ার্জেনেগারের নিজের আর্নল্ড ক্লাসিক আফ্রিকা স্পোর্টিং ইভেন্টে। ওই যুবতীর পেছনে বেশ কিছু ভক্তের সঙ্গে কথা বলছেন আর্নল্ড সোয়ার্জেনেগার। পাশেই দাঁড়ানো নিরাপত্তারক্ষীরা। এমন সময় অকস্মাৎ পেছন থেকে অনুভূমিক হয়ে উড়ে আসে এক যুবক। সজোরে আর্নল্ড সোয়ার্জেনেগারের পিঠে লাথি বসিয়ে দেয়। এতে ‘টার্মিনেটর’ সিরিজ খ্যাত সোয়ার্জেনেগার বেশ বড় একটি আঘাত পেয়ে ভক্তদের ওপর পড়ে যেতে থাকেন। কিন্তু নিজেকে সামলে নেন তিনি। ততক্ষণে নিরাপত্তারক্ষীরা ওই যুবককে পাকড়াও করে সরিয়ে নেয়। এ নিয়ে টুইটারে টুইট করেছেন আর্নল্ড সোয়ার্জেনেগার। তিনি ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।
ওদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর