× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

দেশের সকল স্থানে সমপরিমাণ গ্যাস সরবরাহের সুপারিশ

দেশ বিদেশ

সংসদ রিপোর্টার
২০ মে ২০১৯, সোমবার

দেশের সকল স্থানে সমপরিমাণ গ্যাস সরবরাহ নিশ্চিত করার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে গ্যাস আহরণে আরো বেশি কার্যকরী পদক্ষেপ গ্রহণে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া সারাদেশের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। গতকাল সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার। এসময় কমিটির সদস্য মো. আবু জাহির. মো. আলী আজগার, এস এম জগলুল হায়দার, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম ও বেগম নার্গিস রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে গ্যাসের উপজাত কনডেনসেট নিয়ে আলোচনাকালে দেশে স্থাপিত কনডেনসেট প্লান্টগুলোতে পর্যাপ্ত কনডেনসেট সরবরাহ করার সক্ষমতা না থাকলেও মন্ত্রণালয় থেকে যাতে নতুন কনডেনসেট প্লান্ট নির্মাণের অনুমতি না দেয়ার সুপারিশ করা হয়। এছাড়াও কনডেনসেটের মূল্য যাতে আমদানিকৃত জ্বালানি তেলের মূল্য থেকে বেশি না হয় এবং কোনভাবেই কনডেনসেট বিদেশ থেকে আমদানির অনুমতি না দেয়া হয় সে বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়। এছাড়া কনডেনসেটের ক্ষতিকর কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা  গ্রহণের  সুপারিশ করা হয়।
বৈঠকে দশম জাতীয় সংসদের এই স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়নে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কার্যক্রম নিয়ে আলোচনাকালে জানানো হয়, দশম সংসদে মোট ১১০টি সুপারিশের মধ্যে ৮৪টি সুপারিশ পরিপূর্ণ বাস্তবায়ন করা হয়েছে। অর্থাৎ পরিপূর্ণ সুপারিশ বাস্তবায়নের হার ৯২শতাংশ। অন্যান্য সুপারিশগুলোর বাস্তবায়ন কাজ চলছে বলে কমিটিকে জানানো হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর