× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ষোলোকলা পূর্ণ রিয়াল মাদ্রিদের

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০১৯, সোমবার

মৌসুমের শেষ ম্যাচটা জিতলে অন্তত একটা বাজে রেকর্ড এড়াতে পারতো রিয়াল মাদ্রিদ। কিন্তু গতকাল নিজেদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে রিয়াল বেতিসের কাছে ২-০ গোলে হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করলো লস-ব্লাঙ্কোসরা। চলতি মৌসুমে লা লিগায় ১২ ও সবমিলিয়ে ১৮ ম্যাচ হেরেছে রিয়াল। গত ২০ বছরের মধ্যে যা সবচেয়ে বাজে রেকর্ড। রিয়াল মাদ্রিদে প্রথম মেয়াদে ১৪৯ ম্যাচে মাত্র ১৬ হার দেখেছিলেন জিদান। দ্বিতীয় মেয়াদে ১১ ম্যাচের ৪টিতে হেরে বসেছেন ফরাসি এই কোচ।
আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে ৩-১ গোলে পরাজিত হয় রিয়াল। শেষটায় জয় দেখতে চেয়েছিলেন কোচ জিদান।
কিন্তু নিজেদের দর্শকদের সামনে নত মস্তকে মাঠ ছাড়লেন লুকা মদ্রিচ-গ্যারেথ বেলরা। ৩৪তম মিনিটে করিম বেনজেমার শট আঘাত হানে পোস্টে। দুর্ভাগা রিয়াল দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটের ব্যবধানে হজম করে দুই গোল। ৬১তম মিনিটে বেতিসকে এগিয়ে দেন স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড লরেন মরন।
৭৫তম মিনিটে হেসের গোলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বেতিস। ৫০ পয়েন্ট নিয়ে দশম স্থানে থেকে লীগ শেষে করলো বেতিস। আর তৃতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ ৬৮ পয়েন্ট। রিয়ালের হয়ে চলতি মৌসুমে সর্বাধিক ২১ গোল করেছেন বেনজেমা। আক্রমণভাগের বাকি ফুটবলাদের পরিসংখ্যান বেশ বাজে। গ্যারেথ বেলকে তো খুঁজেই পাওয়া যায়নি। ২৯ ম্যাচে ৮ গোল আর ৩ অ্যাসিস্ট করেছেন ওয়েলশ তারকা বেল। সব মিলিয়ে ৪২ ম্যাচে ১৪ গোল ও ৬ অ্যাসিস্ট বেলের। সম্ভবত রিয়ালের জার্সিতে এটাই তার শেষ ম্যাচ।

মৌসুমে রিয়ালের সর্বাধিক হার
মৌসুম    ম্যাচ    হার
২০১৮-১৯    ৫৭    ১৮
১৯৯৮-৯৯    ৫৪    ১৭
২০০১-০২    ৬৬    ১৬
২০০৮-০৯    ৫০    ১৬
২০০৭-০৮    ৫২    ১৪
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর