× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

ইতালির বর্ষসেরা রোনালদো

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০১৯, সোমবার

ইতালিয়ান লীগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার কুড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত বছরেই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন এই পতুর্গিজ তারকা। জুভেন্টাসে গিয়েই প্রথম মৌসুমেই লীগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতলেন তিনি। চলতি মৌসুমে সিরি আ আসরে জুভেন্টাসের হয়ে ২২ গোল করেছেন রোনালদো, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১১টি। জুভেন্টাসকে জিতিয়েছেন ইতালিয়ান সিরি আ শিরোপা। ইতালির বর্ষসেরা খেলোয়াড় হয়ে ধন্যবাদ জানিয়েছেন জুভেস্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে। রোনালদো বলেন, ‘তোমার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য গৌরবের। সবকিছুর জন্য ধন্যবাদ জানাই তোমাকে।’ সামনের মৌসুম আলেগ্রি আর জুভেন্টাসের দায়িত্বে থাকছেন না।
ফলে নিজের কোচ হিসেবে রোনালদো আলেগ্রিকে পেয়েছেন মাত্র এক মৌসুম। কোচের বিদায় নিয়ে রোনালদো বলেন, ‘আমরা শুধু একটা মাত্র মৌসুম একসঙ্গে খেলেছি, কিন্তু এই এক মৌসুমেই বুঝেছি, তুমি মানুষ ও কোচ হিসেবে কতটা অসাধারণ।’ চলতি মৌসুমে ইতালিয়ান লীগের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন ইন্টার মিলানের স্লোভিয়ান গোলরক্ষক সামির হানদানোভিচ, সেরা ডিফেন্ডার হয়েছেন নাপোলির সেনেগালিজ ডিফেন্ডার কালিদু কোলিবালি। সেরা মিডফিল্ডারের পুরস্কার পেয়েছেন লাৎসিওর সার্বিয়ান মিডফিল্ডার সার্জিও  মিলিঙ্কোভিচ-সাভিচ। সেরা স্ট্রাইকার হয়েছে সাম্পদোরিয়ার ফাবিও কোয়ালিরিল্লা। সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রোমার ইতালিয়ান মিডফিল্ডার নিকোলো জানিওলো। চলতি মৌসুমেই ক্লাব ক্যারিয়ারে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন পতুগিজ ফরোয়ার্ড রোনালদো। এনিয়ে ইংল্যান্ড, স্পেন ও ইতালির তিন লীগে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর