× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ফের আবাহনীকে হারিয়ে শিরোপার পথে বসুন্ধরা

খেলা

স্পোর্টস রিপোর্টার
২০ মে ২০১৯, সোমবার

প্রথম লেগে ৩-০ ব্যবধানে হারের পর প্রিমিয়ার লীগের ফিরতি ম্যাচেও বসুন্ধরা কিংসের কাছে ১-০ গোলে হারলো ঢাকা আবাহনী। মূলত এই দুই হারেই শিরোপার দৌড়ে পিছিয়ে পড়লো বর্তমান চ্যাম্পিয়নরা। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই জয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আসরের নবাগত ক্লাব বসুন্ধরা কিংস। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৪০। অবস্থান টেবিলের শীর্ষে। অন্যদিকে সমান ম্যাচে ঢাকা আবাহনীর সংগ্রহ ৩৩ পয়েন্ট। সেয়ানে সেয়ানে লড়াই। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দলের মহারণ।
ময়দানী যুদ্ধে কেউ ছাড়তে রাজি নয় কাউকে। ম্যাচের শুরু থেকে দু’দলই লড়েছে সমান তালে। বার বার আক্রমণ করেও গোলের দেখা মিলছিল না আকাশী নীল শিবিরে। ঢাকা আবাহনীর হাইতিয়ান তারকা বেলফোর্ট, নাবীব নেওয়াজ জীবন এবং নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে সিজুবাও ব্যর্থ। কম চেষ্টা করেননি বসুন্ধরার কোস্টারিকান ফরোয়ার্ড কলিন্দ্রেস, ব্রাজিলের মার্কোস ভিনিসিয়াস। ম্যাচের ৩৮ মিনিট পর্যন্ত গোলের খাতাই খুলতে পারেনি কেউ। তবে ম্যাচের ৩৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বসুন্ধরা কিংস।  দুর্দান্ত এক ফ্রিকিকে দলকে লিড এনে দেন কিরগিজ তারকা বখতিয়ার দুশবেকভ। বক্সের বাইরে প্রায় ৩০ গজ দূর থেকে অসাধারণ এক শট নেন বখতিয়ার। আর তাতেই পর্যুদস্ত ঢাকা আবাহনীর রক্ষণভাগ। পরাস্ত হন গোলকিপার শহিদুল আলম সোহেলও। বল কোনাকুনিভাবে আশ্রয় নেয় জালে (১-০)। উল্লাসে মেতে ওঠে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উত্তর-পশ্চিম গ্যালারি। দ্বিতীয়ার্ধে গোল শোধের মিশন নিয়ে মাঠে নামে আবাহনী। খানিকটা উত্তেজনাও ছড়ায় ম্যাচে। গোল পরিশোধে মরিয়া আবাহনী বসুন্ধরার বিপদ সীমানায় আক্রমণ শানাতে থাকে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
সানডে সিজুবা, নাবীব নেওয়াজ জীবন, আফগানিস্তানের মাসিহ, হাইতিয়ান বেলফোর্ট- চার ফরোয়ার্ড নিয়ে খেলতে নেমে শূন্য হাতেই ফিরতে হয়েছে আবাহনীকে। তাদের আক্রমণ কখনো বার ঘেষে বাইরে  চলে গেছে। কখনো বসুন্ধরার গোলকিপার আনিসুর রহমান জিকোর হাতে আটকে গেছে। তবে আবাহনীকে গোলের মুখ দেখা থেকে বঞ্চিত করার অন্যতম নায়ক জিকোই। এএফসি কাপে চেন্নাইন এফসিকে হারানো সেই আকাশী নীল দলকে খুঁজেই পাওয়া গেল না মাঠে। জয় দূরে থাক, গোলশোধ করে ম্যাচ ড্র করতেও পারলো না আবাহনী। তাই শেষ পর্যন্ত বসুন্ধরার কাছে ফিরতি লেগেও ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়লো ধানমণ্ডির দলটি। আর ক্ষণে ক্ষণে দু’দলের শারীরিক পরিভাষা প্রয়োগেও সৌন্দর্য্য নষ্ট হয় ম্যাচের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর