× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

তবু প্রস্তুতি শুরু করতে পারছে না বিওএ!

খেলা

স্পোর্টস রিপোর্টার
২০ মে ২০১৯, সোমবার

আগামী ১-১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় হবে সাউথ এশিয়ান গেমস (এসএ)। এরিমধ্যে লোগো ও মাসকট উন্মোচন হয়েছে ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ হিসেবে পরিচিত এই  গেমসের। বাকি ৬ মাসের মতো। কিন্তু বাংলাদেশ এখনো এই গেমসের প্রস্তুতি শুরু করতে পারেনি। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) থেকে সরকারের কাছে ৩৯ কোটি টাকা চাওয়া হয়েছে গেমসের প্রস্তুতি ও অংশগ্রহণের জন্য। টাকা পাওয়ার নিশ্চয়তা না পাওয়ায় প্রস্তুতি শুরু করতে পারছে না বিওএ। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান অর্থ প্রাপ্তির নিশ্চয়তা দিলেও তাতে আশ্বস্ত হতে পারছে না সংস্থাটি।
যদিও অনানুষ্ঠানিকভাবে কয়েকটি ফেডারেশন প্রস্তুতি শুরু করেছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু জানিয়েছেন, ‘নিজেদের উদ্যোগে শুটিং, আরচারি, ভলিবল ও সাঁতার গেমসের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
আমরা পুরোদমে প্রস্তুতি শুরুর জন্য সরকারের কাছে অর্থ চেয়েছি। প্রস্তুতি ও অংশগ্রহণের জন্য আমাদের বাজেট ৩৯ কোটি টাকা।’ সামনে জাতীয় বাজেট। বিওএর এই দেয়া গেমসের প্রস্তুতির টাকা কবে পাওয়া যাবে এবং কবেই তারা শুরু করবে অনুশীলন এনিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, ‘এসএ গেমস নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। সেটা কেটে গেছে। আগামী ১ থেকে ১০ই ডিসেম্বর ইনশাআল্লাহ গেমস হবে। বিওএ ইতিমধ্যে ট্রেনিং ও অংশগ্রহণের জন্য ৩৯ কোটি টাকার একটা বাজেট দিয়েছে। আশা করছি খুব শিগগিরই আমরা এটা পাবো। বিওএ কাজ শুরু করতে পারে। কারণ টাকা অবশ্যই পাবে।’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসএ গেমস নিয়ে ইতিমধ্যে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ‘যখন লোগো ও মাসকট উন্মোচনের মধ্যে দিয়ে গেমস নিশ্চিত হলো তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। এ ছাড়া বিওএর সভাপতি, মহাসচিবসহ আমি অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তাকে আমরা আমাদের প্রয়োজনের কথা জানিয়েছি। আশা করি সব হয়ে যাবে। তবে এখন এমন একটা সময় ঠিক নতুন একটা বাজেটের আগ মুহূর্ত। এমন সময় অর্থ ছাড় করাটা মুশকিল। বাজেটের পর অবশ্যই এ অর্থ ছাড় হবে’-বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। টাকা বরাদ্দের আগেই অনুশীলন শুরু করার যে সবুজ সংকেত দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, তাতে পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না বিওএ। বিওএর উপমহাসচিব আশিকুর রহমান মিকু বলেন, ‘টাকা না পাওয়া পর্যন্ত অনুশীলন করা মুশকিল। আমাদের অতীত অভিজ্ঞতা ভালো না। বিওএ আগে এভাবে অনুশীলন শুরু করেও টাকা পায়নি। তাই অর্থ বরাদ্দের আগে অনুশীলন শুরু করা হবে কিনা সেটা আমাদের মহাসচিব মহোদয় ভালো বলতে পারবেন।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর