× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসিতে রক্ষা বার্সেলোনার

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০১৯, সোমবার

লা লিগায় নিজেদের শেষ ম্যাচে এইবারের বিপক্ষে ড্র করলো বার্সেলোনা। অবশ্য লীগ শিরোপা আগেই নিশ্চিত করেছে কাতালানরা। তাই এই ম্যাচটা ছিল নিয়মরক্ষার ম্যাচ। তবে জয় দিয়েইয়ে মৌসুম শেষ করতে চাইবে সবাই। সোমবার মিনিসিপল আইপুরুয়া স্টেডিয়ামে এইবারের সঙ্গে ২-২ গোলে ড্র করে বার্সা। মেসির জোড়া গোলে এবারের লা লিগায় সর্বাধিক গোলদাতা হলেন তিনি। ইউরোপিয়ান গোল্ডেন স্যু জিতেছেন এই ফুটবল জাদুকর। এ ম্যাচটি ছিল কোপাদেল রের ফাইনালের প্রস্তুতি।
এম্যাচে হারলে বার্সার আত্মবিশ্বাসে ধাক্কা লাগত নিশ্চিত। তবে তা হতে দেননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। জোড়া গোল করে পরাজয় এড়িয়েছেন তিনি। ম্যাচের ২০তম মিনিটে স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড সার্জি এনরিচের পাস থেকে গোল করে মার্ক কুকুরেল্লা এইবারকে এগিয়ে দেন। ৩১ মিনিটের মাথায় ভিদালের পাস থেকে গোল করে বার্সাকে সমতায় ফেরান মেসি। পরের মিনিটেই ফের গোল করে বার্সাকে এগিয়ে নেন এই ক্ষুদে ফুটবল জাদুকর। পরে ম্যাচের ৪৫তম মিনিটে পাবলো  ডি ব্লেসিস এইবারের হয়ে সমতায়সূচক গোল করেন। দ্বিতীয়ার্ধে দুই দলের কোনও গোল করতে না পারায় ম্যাচ শেষ হয়ে ২-২ গোলের সমতায়। এইবারের বিরুদ্ধে ড্র দিয়ে এবারের মতো লা লিগা অভিযান শেষ করে মেসি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর