× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতে শেয়ার বাজারে রেকর্ড উলম্ফন

ভারত

কলকাতা প্রতিনিধি
(৪ বছর আগে) মে ২০, ২০১৯, সোমবার, ৮:১১ পূর্বাহ্ন

ভারতে বুথ ফেরত জরিপে ফের মোদীর নেতৃত্বাধীন এনডিএ-র ভূমিধ্বস জয়ের ইঙ্গিত পাওয়ার পর সোমবার ভারতের শেয়ার বাজারে রেকর্ড উলম্ফন ঘটেছে। সোমবার সকাল থেকেই চাঙ্গা ছিল শেয়ার বাজার। বাজার খোলার পরেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে বম্বে ¯টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (নিফটি) সূচক। দিনের শেষে দুটি সূচকই সর্বকালীন রেকর্ড উচ্চতায় বন্ধ হয়েছে। বিএসই সূচক বন্ধ হয়েছে ১৪২১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩৯৩৫২ পয়েন্টে। অর্থাৎ একদিনে সোমবার বিএসই সূচকের বৃদ্ধি ঘটেছে ৩.৭৫ শতাংশ। অন্যদিকে নিফটি সূচক এদিন ৪২১ পয়েন্ট বেড়ে থিতু হয়েছে ১১৮২৮ পয়েন্টে। দুটি সূচকই সর্বকালীন রেকর্ড উচ্চতায় অবস্থান করছে বলে জানা গেছে।
শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, বুথ ফেরত জরিপ যেহেতু স্থিতিশীল সরকার গড়ার ইঙ্গিত দিয়েছে সেহেতু শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। আগামী ২৩মে নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশ পর্যন্ত শেয়ার বাজার চাঙ্গাই থাকবে বলে বিশেষজ্ঞদের অভিমত।  

গত রবিবার এক মাসব্যাপী লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন সমীক্ষক সংস্থার বুথ ফেরত জরিপ প্রকাশিত হয়েছে। নিদিষ্ট আসন সংখ্যা নিয়ে তারতম্য থাকলেও এবিপি-নিয়েলসেন, টাইমস নাও-ভিএমআর, রিপাবলিক-সি ভোটার, টুডেজ চাণক্য ইত্যাদি সংস্থার সমীক্ষায় ফের বিপুল ভোটে জিতে এনডিএ-র সরকার গড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। এর প্রতিক্রিয়ায়  সোমবার শেয়ার বাজার খেলার সঙ্গে সঙ্গে দুটি সূচকই লাফিয়ে লাফিয়ে বেড়েছে। পাশাপাশি এদিন আন্তর্জাতিক বাজারে রুপিও বেশ শক্তিশালী হতে দেখা গিয়েছে। ফলে ডলারের সাপেক্ষে টাকার বিনিময় মূল্য নেমে এসেছে ৬৯.৫৫ রুপিতে। আইডিবিআই ক্যাপিটেলের এ কে প্রভাকর বলেছেন, এই অবস্থা বেশিদিন স্থায়ী হবে না। কেননা, এই উচ্চতায় শেয়ারের দাম মোটেই সস্তা নয়। শেয়ার বাজার সুত্রের খবর, ব্যাঙ্ক, অটো, রিয়েল্টি ক্ষেত্রের হাত ধরেই সূচক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। এদিন ব্যাঙ্ক সূচক রেকর্ড ১৩০৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে গিয়ে পৌঁছেছে ৩০৭৬০ পয়েন্টে।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর