× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

‘চা-শ্রমিকের দৈনিক মজুরি ৪০০ টাকা ঘোষণা করতে হবে’

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২১ মে ২০১৯, মঙ্গলবার

চা-শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ২০শে মে উপলক্ষে গতকাল সকালে তারাপুর চা বাগানে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সহ-সভাপতি নিপা মোদির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর। এসময় উপস্থিত ছিলেন চা-শ্রমিক ফেডারেশনের সুরঞ্জিত মোদি, মন্টু মোদি, চৈতন দাশ, বিষ্ণু, নিলা দাশ, ছাত্রফ্রন্টের পল্লব কর, মলয় চক্রবর্তী প্রমুখ। বাসদ জেলা সমন্বয়ক ও চা-শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা আবু জাফর সংক্ষিপ্ত সমাবেশে বলেন, বৃটিশ মালিকদের প্রতারণা-বঞ্চনা-শোষণের বিরুদ্ধে দীর্ঘ সময় নিয়ে গড়ে উঠে এক ঐতিহাসিক আন্দোলন, যা ‘মুল্লকে চলো’ আন্দোলন নামে পরিচিত। আবু জাফর অবিলম্বে চা-শ্রমিকের দৈনিক মজুরি ৪০০ টাকাসহ সাত দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর