× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কন্যাহারা আসিফ আলীর আনন্দ-বেদনা

খেলা


২১ মে ২০১৯, মঙ্গলবার

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দুঃসংবাদটা পেলেন পাকিস্তানের মিডলঅর্ডার ব্যাটসম্যান আসিফ আলী। রোববার রাতেই তার ক্যান্সার আক্রান্ত ২ বছর বয়সী কন্যা সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর গতকাল আসিফ আলী পান বিশ্বকাপের চূড়ান্ত দলে তার জায়গা পাওয়ার খবরটি। বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছিল আসিফ আলীর শিশু কন্যা নূর ফাতিমার। সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি দল ইসলামাবাদ ইউনাইটেড সংবাদটি জানায়। ইসলামাবাদ ইউনাইটেড টুইটার বার্তায় জানায় ‘আসিফ আলীর কন্যার মৃত্যুতে ইসলামাবাদ ইউনাইটেড পরিবার গভীরভাবে শোকাহত। আসিফ ও তার পরিবারের জন্য আমাদের সমবেদনা এবং প্রার্থনা রইলো। দৃঢ়তা ও উৎসাহের অনন্য উদাহরণ হলেন আসিফ।
ও আমাদের কাছে যথার্থ অনুপ্রেরণা।’ ইংল্যান্ডে যাওয়ার আগেই সংবাদমাধ্যমকে আসিফ তার কন্যার অসুস্থতার কথা জানিয়েছিলেন। পাকিস্তানের হয়ে ১৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে আসিফ আলী সংগ্রহ ৩১.০৯ গড়ে ৩৪২ রান। ইংল্যান্ড সফরের ৪ ম্যাচে ২টি হাফসেঞ্চুরি পেয়েছেন তিনি। ২০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২১.৫৩ গড়ে ২৮০ রান রয়েছে তার। বিশ্বকাপের জন্য পাকিস্তানের প্রাথমিক দলে না থাকলেও শেষ পর্যন্ত মোহাম্মদ আমিরের সঙ্গে চূড়ান্ত দলে ডাক পেয়েছেন আসিফ আলী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর