× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদ্‌যাপন / ক্রীড়াঙ্গনের বাজেট ৩৩১ কোটি টাকা

খেলা

স্পোর্টস রিপোর্টার
২১ মে ২০১৯, মঙ্গলবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মকাণ্ড হাতে নিয়েছে ক্রীড়াঙ্গন। কমপক্ষে ১০টি ফেডারেশন এ উপলক্ষে আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করবে। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল, ইতালিসহ ইউরোপের যেকোনো দু’টি শীর্ষ ফুটবল দলকে ঢাকায় এনে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এছাড়া সাফ চ্যাম্পিয়নশিপসহ মেয়েদের একাধিক টুর্নামেন্ট করার পরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে। বঙ্গবন্ধু নামের একটি আন্তজার্তিক টুর্নামেন্ট আয়োজন করতে চায় হকি ফেডারেশন। একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছাড়া ও এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি। এছাড়া জাতির জনকের নামে বাংলাদেশ গেমস আয়োজন করতে চায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। এসব আয়োজনের প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩৩১ কোটি টাকা।
গতকাল জাতির জনকের জন্ম শতবার্ষিকী উদযাপনে গঠিত ক্রীড়া উপকমিটির সভা শেষে ক্রীড়া উপমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন, ৩৭টি ফেডারেশনকে নিয়ে আমরা একটি কর্মবর্ষ করেছি। যা ২০২০-এর ১৭ মার্চ থেকে ২০২১-এর  ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনে বিভিন্ন আয়োজন করবে। আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনের সঙ্গে থাকবে লোকজ খেলাধূলা। ঘুড়ি ফেডারেশন বিশ্ব ঘুড়ি চ্যাম্পিয়নশিপ করবে। আমরা এসব প্রস্তাবনা দ্রুতই জাতীয় কমিটির অনুমোদনের জন্য পাঠাবো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর