× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

জাতীয় দলে ফিরছেন মামুনুল /থাইল্যান্ডে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

খেলা

স্পোর্টস রিপোর্টার
২১ মে ২০১৯, মঙ্গলবার

লাওসের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের দুই ম্যাচের উপরই নির্ভর করছে বাংলাদেশ ফুটবলের আগামী তিন বছরের ভাগ্য। ম্যাচ দু’টিতে জিততে পারলেই আগামী ফিফা, এএফসির টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ৬ জুন লাওসে ম্যাচ খেলবে বাংলাদেশ। ফিরতি ম্যাচ ১১ জুন ঢাকায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের ম্যাচ দু’টির আগে জাতীয় দলকে থাইল্যান্ড পাঠিয়ে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করছে। জামাল ভুঁইয়ারা ২৪ মে চলে যাবেন থাইল্যান্ড। আগের দিন ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন ইংলিশ কোচ জেমি ডে। নতুন করে চুক্তি করেই ঢাকায় ফিরছেন এই ইংলিশ কোচ।
বিশ্বকাপ বাছাই পর্বে মামুনুল ইসলামের দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন জেমি ডে। তপু বর্মণ আতিকুর রহমান ফাহাদের ইনজুরি নিয়েও ভাবনায় আছেন তিনি।
২৪ মে থেকে ২ জুন থাইল্যান্ডে জামাল ভুঁইয়ারা অনুশীলনের পাশাপাশি দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে থাই লিগ-২ এর দু’টি ক্লাবের সঙ্গে। এয়ার ফোর্স ইউনাইটেড ফুটবল ক্লাবের সঙ্গে বাংলাদেশ জাতীয় দল প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ২৮ মে। ১ জুন দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ব্যাংকক গ্লাস পাথুম ইউনাইটেড। এই দুটি ক্লাবই গত মৌসুমে থাই লীগ-১ থেকে নেমে গেছে থাই লীগ-২ তে। এয়ার ফোর্স ইউনাইটেড ফুটবল ক্লাবটিতে চারজন বিদেশি আছেন। ফ্রান্স, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের একজন করে খেলোয়াড় আছে দলটিতে। ব্যাংকক গ্লাস পাথুম ইউনাইটেডে আছেন ২ জন ব্রাজিলিয়ান এবং একজন করে স্পেন, জাপান ও সিঙ্গাপুরের ফুটবলার। বিশ্বকাপ বাছাই পর্বের দল এখনও ঘোষনা করেনি বাফুফে। তবে থাইল্যান্ডে ভিসার আবেদনের জন্য যে ২৯ জনের জন্য তালিকা দেওয়া হয়েছে, সেখানে আছে মামুনুলের নাম। অবশ্য কম্বোডিয়ার বিপক্ষে প্রাথমিক তালিকাতেও ছিলেন তিনি। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, লাওসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য মামুনুলের চূড়ান্ত দলে থাকা প্রায় নিশ্চিত। চোট কাটিয়ে ফিরতে যাচ্ছেন আবাহনীর ফরোয়ার্ড সাদউদ্দিনও। সপ্তাহ খানেক আগেই এএফসি কাপে ভারতের চেন্নাইয়ান এফসি’র বিপক্ষে ৩-২ গোলের দুর্দান্ত জয় পেয়েছে আবাহনী লিমিটেড। আবাহনীর জয় সূচক গোলটি এসেছে মামুনুলের পা থেকেই। ২০১৬ সালেও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব ছিল মামুনুলের কাঁধে। ইংল্যান্ড থেকে মামুনুলের দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন জেমি ডে। একই সঙ্গে ডিফেন্ডার তপু বর্মণ ও ডিফেন্ডি মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদকে না পাওয়াটা বিরাট ক্ষতি হিসেবে দেখছেন তিনি। হাঁটুর ইনজুরিতে প্রায় মাস খানেক ধরে মাঠের বাইরে তপু বর্মণ। এই ডিফেন্ডারকে ছাড়াই এএফসি কাপে তিনটি ম্যাচ খেলেছে ঢাকা আবাহনী। ফাহাদের অভাবও টের পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। এই দুইজনের অভাব অন্যভাবে পুষিয়ে নেয়ার চেষ্ঠার কথা জানান জেমি ডে। মাত্র ১০ দিনের প্রস্তুতিে বিশ্বকাপ বাছাই পর্বে লাওস বাধা টপকানো সম্ভব কিনা জানতে চাইলে এই বৃটিশ কোচ বলেন, সবাই খেলার মধ্যে থাকায় দশ দিনই পর্যাপ্ত।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর